ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ

‘বিএনপি নির্বাচনকে ভয় পায় না’

ময়মনসিংহে বিভাগীয় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 'বিএনপি নির্বাচনকে ভয় পায় না। আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেই ঘরে ফিরব।'
মির্জা আব্বাস
শনিবার ময়মনসিংহ শহরের পলিটেকনিক মাঠে বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে বিভাগীয় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 'বিএনপি নির্বাচনকে ভয় পায় না। আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেই ঘরে ফিরব।'

হত্যা ও গুমের রাজনীতি এখনও চলছে বলে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, 'প্রধানমন্ত্রী ২০২৩ সালে দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছেন কিন্তু কারণ বলছেন না। কারণ বলতে হবে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচারের কথা বলতে হবে।'

তিনি বলেন, 'চট্টগ্রাম ও ময়মনসিংহের সভা প্রমাণ করেছে এ সরকারের অধীনে আর নির্বাচনে যাওয়া যাবে না।'

শনিবার দুপুরে ময়মনসিংহ শহরের পলিটেকনিক মাঠে বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, 'বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না। পটকাবাজি, গোলাগুলি আর বাসসহ অন্যান্য পরিবহন বন্ধ করে দিয়ে তারা আজকের গণসমাবেশ ভণ্ডুল করতে চেয়েছিল কিন্তু পারেনি। তাদের এ ধরনের প্রতিরোধ জনগণ আর মানবে না।'

নজরুল ইসলাম খান নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, 'আমাদের ন্যায্য দাবি আপনাদেরকে সাথে নিয়ে রাজপথেই ফায়সালা হবে।

বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, আমরা সার্কিট হাউজে অনুমতি চেয়ে পেয়েছি কর্দমাক্ত ময়মনসিংহ পলিটেকনিক মাঠ । গতকাল রাতে ৪/৫ ঘণ্টায় ৪০ ট্রাক বালু ফেলে কোনো মতে মাঠটি তৈরি করা হয়।

অঘোষিত বাস ধর্মঘট, নগরীতে আওয়ামী লীগ সন্ত্রাসীদের ত্রাসের রাজত্ব কায়েম করেও জনতার মহামিলনকে থামানো যায়নি বলে বক্তব্যে উল্লেখ করেন বিএনপি নেতারা। তারা বলেন, ব্রহ্মপুত্রে জোয়ার এসেছে আর এ জোয়ারে আওয়ামী লীগ ভেসে যাবে।

বিএনপি ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা- ইকবাল হাসান মাহমুদ টুকু, মো শরিফুল আলম, এমরান সালেহ প্রিন্স, ওয়ারেস আলী মামুন, ডা. মাহবুবুর রহমান লিটন, অধ্যাপক শেখ আমজাদ আলী ।

আওয়ামী লীগ ও বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৩

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি চলাকালে বিএনপির সাথে ধাওয়াা-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় মহানগর আওয়ামী লীগ ১৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদ শেখ মাসুমসহ ৩ জন আহন হন বলে জানায় পুলিশ।

পুলিশ সাউন্ড  গ্রেনেড ও টিয়ারগ্যাস শেল ছুঁড়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। আজ বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ শনিবার বিকেল তিনটায় রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে অবস্থান কর্মসূচি পালনের জন্য জমায়েত হয়। এতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।

বিকেল সাড়ে ৪টায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকে কয়েকশ নেতা-কর্মী নগরীর বাঘমারা এলাকা দিয়ে রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে মুখোমুখি হলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় খাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে ৩ জন আহত হয় । পরে পুলিশ দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

রেলওয়ে স্টেশন থানার উপ-পরিদর্শক মীর্জা মোহাম্মদ মুক্তা জানান পুলিশ দুই রাউন্ড সাউন্ড  গ্রেনেড ও এক রাউন্ড টিয়ারগ্যাস ছুঁড়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago