বৈকালিতে বিএনপি অফিসে আগুন দেওয়ার অভিযোগ আ. লীগের বিরুদ্ধে

খুলনার বৈকালি মোড়ের বিএনপির পার্টি অফিস ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে।
খুলনার বৈকালি মোড়ের বিএনপির পার্টি অফিস ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে। ছবি: হাবিবুর রহমান

খুলনার বৈকালি মোড়ের বিএনপির পার্টি অফিস ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে।

খুলান মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন এ অভিযোগ করেন।

বিএনপি অফিস থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। ছবি: হাবিবুর রহমান

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'খুলনা-যশোর হাইওয়ের একপাশে বিএনপির অফিস ও অন্যপাশে আওয়ামী লীগের অফিস। সকাল থেকে আওয়ামী লীগ অফিসের সামনে তাদের সমর্থকরা অবস্থান নেন। ওই সড়ক তাদের নিয়ন্ত্রণে ছিল। তারাই দুপুরের দিকে আমাদের অফিসে ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়।'

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-১ ও মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদব আমিনুল ইসলাম মুন্না দ্য ডেইলি স্টারকে বলেন, 'আওয়ামী লীগের কেউ এটা করেনি। আজ আমরা কেউই বাড়ি থেকে বের হইনি।'

বিএনপি অফিস থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। ছবি: হাবিবুর রহমান

তিনি আরও বলেন, 'মানুষের মনোযোগ আকর্ষণ ও সহানুভূতি পেতে এটি বিএনপির সমর্থকদের চাতুরী হতে পারে।'

সরেজমিনে দেখা গেছে, বিএনপি অফিস থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে।

Comments