বৈকালিতে বিএনপি অফিসে আগুন দেওয়ার অভিযোগ আ. লীগের বিরুদ্ধে
খুলনার বৈকালি মোড়ের বিএনপির পার্টি অফিস ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে।
খুলান মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন এ অভিযোগ করেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'খুলনা-যশোর হাইওয়ের একপাশে বিএনপির অফিস ও অন্যপাশে আওয়ামী লীগের অফিস। সকাল থেকে আওয়ামী লীগ অফিসের সামনে তাদের সমর্থকরা অবস্থান নেন। ওই সড়ক তাদের নিয়ন্ত্রণে ছিল। তারাই দুপুরের দিকে আমাদের অফিসে ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়।'
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-১ ও মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদব আমিনুল ইসলাম মুন্না দ্য ডেইলি স্টারকে বলেন, 'আওয়ামী লীগের কেউ এটা করেনি। আজ আমরা কেউই বাড়ি থেকে বের হইনি।'
তিনি আরও বলেন, 'মানুষের মনোযোগ আকর্ষণ ও সহানুভূতি পেতে এটি বিএনপির সমর্থকদের চাতুরী হতে পারে।'
সরেজমিনে দেখা গেছে, বিএনপি অফিস থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে।
Comments