সমাবেশ শেষে পরিবহন সংকটে ৫ জেলার বিএনপি কর্মীরা
খুলনায় বিএনপির সমাবেশ শেষে নিজ জেলায় ফিরতে পরিবহন সমস্যার মুখে পড়েছে ৫ জেলার কয়েক হাজার নেতাকর্মী।
কর্মীরা জানান, ট্রেন শিডিউল ব্যাহত হচ্ছে। ট্রেনের সংখ্যা কম হওয়ায় ও সময়মতো ট্রেন না আসায় ৪-৫ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। খুলনা থেকে কুষ্টিয়া ছেড়ে আসা রৃপসা ও গড়াই ট্রেনে যাত্রীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে।
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার সাইফুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'আমি ও আমার ২০-৩০ জন সঙ্গী সাগরদাঁড়ী ট্রেনে আসার জন্য খুলনা স্টেশনে ৪টায় থেকে অপেক্ষা করতে থাকি। শিডিউল বিপর্যায়ের কারণে রাত ৯টায় আসে সাগরদাঁড়ী ট্রেন। ট্রেনটি রাত সাড়ে ১১ টায় কালীগঞ্জ মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছায়।'
বিএনপির আরেক কর্মী আনোয়ার হোসেন বলেন, 'আমরা গাড়ির সমস্যায় আজ আসতে পারছি না। আগামীকাল ট্রেনে আসব।'
ঝিনাইদহ ৪ আসনের মনোনীত বিএনপি প্রাথাী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, 'যে যার সুবিধা মতো নেতা কর্মীরা বিভিন্নভাবে বাড়ি ফিরছে। এখনো ফেরার পথে কোনো বিশৃঙ্খলা ঘটে নি।'
Comments