যেদিকে তাকাই শুধু চুরি আর চুরি: মির্জা ফখরুল

রংপুরের কালেক্টরেট মাঠে গণসমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: স্টার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লক্ষ্য একটাই- এই সরকার কবে যাবে। ১৫ বছরের অভিজ্ঞতায় দেখেছি, আমাদের যত অর্জন ছিল, যত স্বপ্ন ছিল, সব ধ্বংস করা হয়েছে।

আজ শনিবার বিকেলে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট মাঠে আয়োজিত রংপুর বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'যেদিকে তাকাই শুধু চুরি আর চুরি। রাস্তাঘাট-ব্রিজ করতেও চুরি হয়। বিধবা ভাতা, বয়স্ক ভাতা- এমনকি আশ্রয়ণ প্রকল্পের ঘর নিতেও টাকা দিতে হয়। এই সরকার সব খেয়ে ফেলেছে, কিছু বাকি রাখেনি। এই সরকার সর্বভুক সরকারে পরিণত হয়েছে। সব খেয়ে ফেলে।'

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। তারেক রহমানের বিরুদ্ধে সাজানো মামলা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, দলীয় ৬০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করা হয়েছে। আলেম-ওলামাদেরও হয়রানি করতে ছাড়েনি। এই সরকারকে আর ক্ষমতায় রাখা যাবে না।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্ভিক্ষ নিয়ে মন্তব্যের জেরে মির্জা ফখরুল বলেন, 'এখন কঠিন দুঃসময়। দেশে দুর্ভিক্ষ হলে মানুষ কোথায় যাবে। দেশে দুর্ভিক্ষ হলে সব দায় শেখ হাসিনার।'

তিনি বলেন, '১৯৭৪ সালেও শেখ হাসিনার বাবার আমলে দুর্ভিক্ষ হয়েছিল। মানুষ না খেয়ে মারা গেছে।'

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, '১০ টাকা কেজি দরে চাল খাওয়াতে চেয়েছিল এই সরকার। এখন চালের কেজি ৬০ টাকা। ডাল, ডিম, চিনিসহ শাক-সবজির দামও আকাশচুম্বী।'

সরকারের এমপি-মন্ত্রীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, 'আমরা দেখছি- আপনারা চিতল মাছ খান, বিদেশে যান, এসি রুমে থাকেন। শুধু মুখে বড় বড় কথা বলেন।'

'জঙ্গিবাদের উত্থান ও আগুন সন্ত্রাসের রক্ষা নেই' সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যের উত্তরে তিনি বলেন, 'এটা আর একটা চক্রান্ত। কিন্তু দেশের মানুষ আর সেটা বরদাস্ত করবে না। বন্দুক, রিভলভার, লাঠি যাই আসুক সব ভেঙে চুরমার করে দেবে এ দেশের মানুষ। আজকে জেগে ওঠার সময় এসেছে। এ দেশের মানুষ জেগে উঠবে। এ দেশের মানুষ আর একবার যুদ্ধ করবে। আর একবার দেশ স্বাধীন হবে।'

গণসমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

এ ছাড়াও, সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা বক্তব্য দেন।

এর আগে, সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ মাঠে জড়ো হতে থাকেন বিভাগের বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি নেতাকর্মীরা।

 

Comments

The Daily Star  | English

Blockade at Shahbagh demanding AL ban

The demonstration follows a sit-in that began around 10:00pm last night in front of the Chief Adviser's residence

3h ago