বরিশালে বিএনপি নেতা-কর্মীদের ওপর আ. লীগ-যুবলীগের হামলার অভিযোগ

বরিশালের বানারীপাড়ায় লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগ ও যুবলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এসব হামলার ঘটনায় জেলা বিএনপির সদস্যসহ ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ বিএনপির।
বরিশাল
স্টার ডিজিটাল গ্রাফিক্স

বরিশালের বানারীপাড়ায় লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগ ও যুবলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এসব হামলার ঘটনায় জেলা বিএনপির সদস্যসহ ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ বিএনপির।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'মঙ্গলবার দুপুরে বানারীপাড়া বন্দর বাজারের উত্তরপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। আগামী ৫ নভেম্বর বরিশালে বিভাগীয় গণসমাবেশ সফল করতেই এ লিফলেট বিতরণ করা হয়।'

'এ সময় বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আমাদের ওপর  হামলা করে। এতে বরিশাল জেলা বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহাবুব মাস্টারসহ অন্তত ৬ নেতা-কর্মী আহত হন,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'একই সময় উপজেলার চাখার থেকে ফেরার পথে বানারীপাড়া বাজারের উত্তরপাড়ে হামলার শিকার হন আরও ৪ নেতা-কর্মী। আহতদের বানারীপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।'

জানতে চাইলে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আখতার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের আজ মিছিল ছিল। এদিকে বিএনপি নেতা-কর্মীরা তাদের সমাবেশের লিফলেট বিতরণ করছিল। এ সময় মুখোমুখি হলে তাদের সঙ্গে সামান্য ধাক্কাধাক্কি হয়।'

Comments