কিশোরগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের ‘লাঠিচার্জ ও গুলি’

কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে বিএনপির মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপির অভিযোগ, মিছিলে 'লাঠিচার্জ ও গুলি' চালিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশসহ অন্তত ৩১ জন আহত হয়েছেন।

আজ সোমবার দুপুরে শহরের স্টেশন রোডে বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বিএনপির দাবি, সংঘর্ষে পুলিশের গুলিতে তাদের ২০ নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমনকে আটক করেছে পুলিশ।

এ ছাড়া, ওই সংঘর্ষের ঘটনায় ১১ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজাহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহিত দিবস উপলক্ষে আয়োজিত মিছিলে যোগ দেওয়ার সময় নেতা-কর্মীরা স্লোগান দিতে থাকে। এসময় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে লাঠিচার্জ ও গুলি করে। গুলিতে জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান শরীফসহ অন্তত ২০ নেতা-কর্মী আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।'

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিএনপি নেতাকর্মীরা রাস্তা আটকে মিছিল করছিল, তারা যানবাহন ভাঙচুর করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে ১১ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগান দিয়ে ১০-১২ রাউন্ড ফাঁকা গুলি চালায়। এ সময় পুলিশ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমনসহ ২ জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।'

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago