‘বঙ্গবন্ধুর আদর্শের নেতা-কর্মীরা ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে’

আমির হোসেন আমু। ছবি: সংগৃহীত

দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে একটি সুষ্ঠু, অবাদ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে বঙ্গবন্ধুর আদর্শের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু বলেছেন, যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব তারা দেবে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে অংশ নিয়ে আজ শুক্রবার বিকেলে তিনি এ কথা বলেন।

বিএনপিকে ইঙ্গিত করে আমু বলেন, যারা আজকে কয়েকটি জেলায় মহাসমাবেশের পরে খুব উৎফুল্ল হয়েছেন, যারা মনে করছেন ধাক্কা দিলেই সরকারের পতন হয়ে যাবে, শেখ হাসিনাকে দেশ থেকে সরিয়ে দেওয়া যাবে আজকে তারা দেখুন—আপনাদের যে কোনো বিভাগীয় সম্মেলনের চেয়ে এই সমাবেশের উপস্থিতি নিশ্চয়ই দেখে আপনাদের আপনাদের আক্কেল ফিরিয়ে আনবে। কোনো অবস্থাতেই বাংলাদেশ আওয়ামী লীগ, তার অঙ্গ ও সহযোগী সংগঠন কারো বন্দুকের নলে জন্ম হয়নি। এ দেশের তৃণমূল থেকে আওয়ামী লীগের জন্ম হয়েছে। এটা কচুপাতার পানি নয়, আপনাদের কথা-কর্মসূচিতে সরকার চলে যাবে বা সরকারের পতন ঘটবে; আপনারা আহাম্মকের স্বর্গে বাস করছেন।

তিনি আরও বলেন, অনেক চেষ্টা করেছেন। অনেক হত্যাকাণ্ড সংগঠিত করেছেন। বঙ্গবন্ধু, জাতীয় ৪ নেতা; যখনই আপনারা ক্ষমতায় এসেছেন অগণিত নেতাকে হত্যা করেছেন। '১৩, ১৪-১৫তে আপনাদের ডাকা হরতালে সাড়া না দেওয়ায় দোকানিদের হত্যা করেছেন। হাজার হাজার মানুষ হত্যা করেছেন। শত শত নারীর সম্ভ্রম আপনারা নষ্ট করেছেন। মনে রাখবেন, আজকে এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে একটি সুষ্ঠু, অবাদ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে বঙ্গবন্ধুর আদর্শের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব তারা দেবে।

Comments

The Daily Star  | English

Economist Barkat held in graft case

Economist Prof Abul Barkat was arrested in the capital last night in a case filed with the Anti-Corruption Commission.

5h ago