খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে: ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে।'
যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে।'

আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বক্তব্যের শুরুতেই তিনি যুবলীগকে সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানান।

এরপর তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসাকে স্মরণ করেন।

পরে ওবায়দুল কাদের বলেন, 'খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, দুশাসনের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে খেলা হবে।'

তিনি বলেন, 'খেলা হবে বিএনপির বিরুদ্ধে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, ভুয়া ভোটারদের বিরুদ্ধে, তৈরি হয়ে যান, প্রস্তুত হয়ে যান, জবাব দেবো।'

তিনি আরও বলেন, 'ফখরুল বলেছেন আমরা ঋণ নিয়েছি ঘি খাওয়ার জন্য। বিএনপি ঋণ নিয়েছিল ঘি খাওয়ার জন্য। আজও আমাদের ঋণ পরিশোধ করতে পারি। আইএমএফ জানে শেখ হাসিনা সময়মতো ঋণ পরিশোধ করতে পারে। তাই তারা ঋণ দিয়েছে।'

তিনি বলেন, 'আইএমএফ খুব সহজেই ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ দিতে রাজি হয়েছেন। কারণ আইএমএফ জানে, শেখ হাসিনা সময়মতো ঋণ শোধ করবেন। সে কারণেই তারা ঋণ দিয়েছে।'

তিনি বলেন, 'বিএনপি আরেকবার ক্ষমতায় আসলে বিদেশি ঋণ, গণতন্ত্র, নির্বাচন গিলে খাবে। সুযোগ পেলে বাংলাদেশকেও গিলে খাবে।'
 

Comments