গোয়েন্দা রিপোর্টের ওপর ভিত্তি করে বিএনপির ঢাকায় সমাবেশের অনুমতি

ডিএমপি উপপুলিশ কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন। ছবি: সংগৃহীত

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় বিএনপির সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না, তা গোয়েন্দা প্রতিবেদনের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন।

আজ মঙ্গলবার ডিএমপির সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

ফারুক হোসেন বলেন, 'বিএনপির সমাবেশের অনুমতি চেয়ে লিখিত যে দরখাস্ত, সেটা আমরা গ্রহণ করেছি। এখন আমরা বিবেচনা করব তাদের ১০ তারিখে অনুমতি দেওয়ার বিষয়টি, কোন ভেন্যুতে দেওয়া যায়। বিবেচনা করার পূর্বে আমাদের যে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা আছে, তারা সমাবেশের হুমকি বিশ্লেষণ করে যে প্রতিবেদন দেবে, সেটার পরিপ্রেক্ষিতে, সেটা বিবেচনা করেই তাদের অনুমতি দেওয়া হবে।'

তিনি আরও বলেন, 'ঢাকা মহানগরীতে বিএনপির সমাবেশের অনুমতি এবং ভেন্যুর অনুমতির জন্য তারা একটি দরখাস্ত দিয়েছে। তারা যে সমাবেশ করতে যাচ্ছে, সেটার অনুমতির জন্য তারা অনুরোধ করেছে। তারা ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে তারা অনুরোধ করেছে, ১০ তারিখের মহাসমাবেশ করতে তাড়াতাড়ি যেন তাদের অনুমতি দেওয়া হয়। যে ভেন্যুটি তারা চেয়েছেন, পল্টনে দলীয় কার্যালয়ের সামনে তারা সমাবেশ করতে চায়, সেই ভেন্যুটিই তারা পছন্দ করেছে এবং সেখানেই যাতে তারা সমাবেশ করতে পারে, সেজন্য কমিশনারের কাছে তারা অনুরোধ করেছেন। কমিশনারও তাদের আশ্বস্ত করেছেন, যদি তাদের অনুমতি দেওয়া হয়, তাহলে তাদের ভেন্যুতে যত ধরনের নিরাপত্তা আছে, সেটা আমরা দেবো।'

Comments

The Daily Star  | English

Fakhrul urges EC to work swiftly for fair, acceptable election

Prof Yunus deserves thanks for instructions over polls preparations

2h ago