হবিগঞ্জে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

স্টার ডিজিটাল গ্রাফিক্স

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে বুধবার রাতে আয়োজিত প্রস্তুতি বৈঠক থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

নবীগঞ্জ থানা পুলিশ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, সরকারবিরোধী বৈঠক থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 
তবে বিএনপির দাবি, সিলেটের মহাসমাবেশ বন্ধ করার উদ্দেশ্যে পুলিশ নেতা-কর্মীদের হয়রানি করছে।

গ্রেপ্তার ৬ জনের মধ্যে রয়েছেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব আহমদ চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এনাম উদ্দিন আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা বকুল আহমদ।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমদ জানান, গ্রেপ্তার ৬ জন নাশকতার অভিযোগে দায়ের করা মামলার আসামি। রাতে তারা বিএনপি নেতা শিহাব আহমদ চৌধুরীর বাসায় সরকারবিরোধী বৈঠক করছিলেন। সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ সুজাত মিয়া বলেন, 'সিলেটের মহাসমাবেশ বন্ধের উদ্দেশ্যে পুলিশ নেতা-কর্মীদের বাড়ি গিয়ে তাদের হয়রানি করছে। এতে বিএনপি নেতা-কর্মীরা আতঙ্কিত।'

 

Comments

The Daily Star  | English

Jute prices jump amid supply crunch, polybag ban

Prices of raw jute, once dubbed the “golden fibre” of Bangladesh, have increased by nearly 19 percent year-on-year as demand has outpaced supply following the government’s ban on polythene bags.

12h ago