নারীকে লাথি মারার ঘটনায় অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের সমাবেশে পেছন থেকে এক নারীকে লাথি মারেন জামায়াত কর্মী আকাশ। ছবি: ভিডিও থেকে নেওয়া

জামায়াতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধ মামলায় খালাস দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে আয়োজিত বিক্ষোভে নারীকে লাথি মারার দায়ে অভিযুক্ত জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত এসএম সিবগাত উল্লাহ ওরফে আকাশ চৌধুরীকে (৩২) আজ রোববার বিকেল ৩টার দিকে বন্দরনগরীর লালদীঘি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বুধবার চট্টগ্রামের জামালখান এলাকায় বামপন্থী ছাত্রসংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, শাহবাগবিরোধী ঐক্যের ব্যানারে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এই হামলা চালান।

হামলার সময় এক নারীকে লাথি মারেন আকাশ। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর পর ও গণমাধ্যমে প্রচারের পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং তাকে গ্রেপ্তারের দাবি ওঠে।

সমালোচনার মুখে জামায়াতে ইসলামী এক বিবৃতিতে জানায়, আকাশ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

দলটির দাবি, আকাশ দলের অনুমতি ছাড়াই ঘটনাস্থলে গিয়েছিলেন এবং জামায়াতে ইসলামীর সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা নেই। ওই ঘটনার কোনো দায়দায়িত্ব জামায়াতে ইসলামী বহন করবে না।

হামলার ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নওশের কোরেশি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ওবায়দুর রহমান, মো. সেলিম এবং অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।


 

Comments

The Daily Star  | English

Iran strikes back at Israel with missiles over Jerusalem, Tel Aviv

Iran's Supreme Leader accuses Israel of initiating war, vows painful revenge

3h ago