যাত্রাবাড়ীতে যুবলীগের সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ২

রাজধানীর যাত্রীবাড়ীতে যুবলীগের সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন।
গুগল ম্যাপ থেকে নেওয়া

রাজধানীর যাত্রীবাড়ীতে যুবলীগের সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'রাতে যুবলীগের সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত হয়েছেন। তাদের ১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।'

সমাবেশ চলাকালে ওই স্থান দিয়ে ছাত্রদলের একটি মিছিল যাচ্ছিল উল্লেখ করে তিনি বলেন, 'আমাদের ধারণা ছাত্রদলের মিছিল থেকেই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।'

ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

Comments