সিলেটের গণসমাবেশে ৪ লাখের বেশি নেতা-কর্মী: বিএনপি

বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশে ৪ লাখের বেশি নেতা-কর্মী উপস্থিত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির সিলেট জেলা ইউনিটের সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

আজ শনিবার তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের লক্ষ্য ছিল সমাবেশে ৪ লাখের বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করা। কিন্তু আমরা দেখছি সমাবেশে আরও বেশি লোক এসেছেন। ভিড় যেহেতু বাড়ছে, আমরা বিশ্বাস করি সমাবেশস্থলের আশেপাশের পুরো এলাকাও সমাবেশের অংশ হয়ে উঠবে।'

সরেজমিনে দেখা যায়, সমাবেশে আসা বিএনপি নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে চারপাশ মুখরিত করে রেখেছেন। স্থানীয় নেতাদের প্ল্যাকার্ড হাতে দলে দলে তারা সমাবেশস্থলের দিকে যাচ্ছেন।

আজ সকাল সাড়ে ১১টার নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ শুরু হলেও অন্যান্য জেলা থেকে কয়েক হাজার সমর্থক গতকাল রাতেই সিলেট শহরে চলে আসেন। তাদের অনেকে নগরীর বিভিন্ন কমিউনিটি সেন্টারে অবস্থান নেন। আজ ভোর থেকেই সমাবেশস্থলে নেতা-কর্মীদের ভিড় বাড়তে থাকে। শহরের প্রতিটি পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের গণসমাবেশ শুরু হয়। বর্তমানে স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন।

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

56m ago