স্যরি বলে ক্ষমা চাইলে মানুষ নৌকাকে ফিরিয়ে দেবে না: হুইপ স্বপন

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘স্যরি বলে ক্ষমা প্রার্থনা করলে বাংলার মানুষ নৌকা মার্কাকে ফিরিয়ে দেবে না।’
হুইপ স্বপন
নোয়াখালীর সোনাইমুড়ীতে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। ছবি: স্টার

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, 'স্যরি বলে ক্ষমা প্রার্থনা করলে বাংলার মানুষ নৌকা মার্কাকে ফিরিয়ে দেবে না।'

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। 

বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ীতে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, 'দয়া করে অহংকার করবেন না। এখন থেকে জনগণের দুয়ারে যান। মানুষের মন জয় করুন। তাদের বোঝান, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে নৌকার পক্ষে ভোট চান।'

তিনি বলেন, 'মানুষকে মুক্তিযুদ্ধের চেতনা ও নৌকার কথা বলুন। আগামী নির্বাচনে নৌকার জয় হবেই।'

স্বপন বলেন, 'আমাদের সৌভাগ্য আমাদের একজন শেখ হাসিনা আছে। জননেত্রী শেখ হাসিনার থেকে বাঙালির কোনো আপন মানুষ নেই। বঙ্গবন্ধু যেভাবে বাংলার প্রত্যেকটি মানুষকে ভালোবাসতেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা এ দেশের প্রত্যেকটি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন।'

'শেখ হাসিনা ছাড়া দেশের সংকট ও মানুষের মুখে হাসি ফুটানোর কোনো বিকল্প নেতা নেই' উল্লেখ করে তিনি বলেন, 'তাই আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে নৌকায় রায় দিতে মানুষ ভুল করবে না। তার মতো দক্ষ ও অভিজ্ঞ রাষ্ট্রনেতা পৃথিবীতে কম আছে।'

সম্মেলনে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত বলেন, 'দলের অনেক সংসদ সদস্য আছেন, যাদের চেহারা সুন্দর কিন্তু দুর্নীতিবাজ। তাদের প্রতিহত করতে হবে।'  

সম্মেলন শেষে বেলা ৩টার দিকে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মমিনুল ইসলাম বাকেরকে সভাপতি এবং আ ফ ম বাবুল বাবুকে আবার সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
 

Comments