নেত্রকোণায় বিএনপি অফিস ভাঙচুর, আহত ১০
নেত্রকোণার বারহাট্টা উপজেলা বিএনপি অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিএনপির অভিযোগ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ হামলা করেছেন।
আজ শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় বিএনপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির।
বারহাট্টা উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাক আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ দুপুরে দলীয় কার্যালয়ে কৃষক দলের উদ্যোগে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ কার্যক্রম চলছিল। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তারা বিএনপির কার্যালয়ে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করে।'
তিনি আরও বলেন, 'এ হামলায় আমাদের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।'
তবে, বিএনপির অভিযোগ অস্বীকার করেছেন বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবির খোকন।
তিনি বলেন, 'বিএনপি আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। আওয়ামী লীগ স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির এ অপতৎপরতা প্রতিরোধ করেছে।'
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক বলেন, 'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় উভয়পক্ষ অভিযোগ ও পাল্টা অভিযোগ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'
Comments