প্রধানমন্ত্রী আসছেন, উৎসবের আমেজে কক্সবাজার

কক্সবাজারে প্রধানমন্ত্রীর জনসভা
কক্সবাজারে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের বর্ণাঢ্য র‌্যালি। ছবি: মুহাম্মদ আলী জিন্নাত/স্টার

কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। সৈকতনগরী সেজেছে নতুন সাজে। উদ্দীপ্ত আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

আজ বুধবার সকাল থেকেই তারা সমাবেশস্থল শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন।

এই প্রতিবেদন লেখার সময় সমাবেশস্থলে দলীয় ও দেশাত্মবোধক গান চলছিল।

আজ সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী উখিয়া উপজেলার সমুদ্র তীরবর্তী ইনানীতে বাংলাদেশসহ ২৮টি দেশের নৌবাহিনী ও উপকূলীয় সংগঠনগুলোর ৪ দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিয়ের উদ্বোধন করবেন। তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেবেন।

এরপর বিকেল সাড়ে ৩টায় শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

তিনি প্রায় ৫ বছর পর কক্সবাজারে জনসভায় যোগ দিচ্ছেন। এর আগে তিনি ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর কক্সবাজার এসেছিলেন।

কক্সবাজারে প্রধানমন্ত্রীর জনসভা
নতুন সাজে কক্সবাজার। ছবি: স্টার

কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী জনসভা মঞ্চ থেকে ১ হাজার ৬৬৬ কোটি ৬ লাখ টাকা খরচে ২৯ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়াও, ৫৭১ কোটি ৪৯ লাখ টাকা প্রাক্কলন ব্যয়ে তিনি ৪ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ দ্য ডেইলি স্টারকে বলেছেন, উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য ৩৩ প্রকল্পের তালিকা চূড়ান্ত হয়েছে।

প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে গত সোমবার বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রীর কাছে ১২টি চাহিদার কথা তুলে ধরা হবে। সেগুলোর মধ্যে আছে— কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ৬ লেনে উন্নীতকরণ, কক্সবাজার মেরিনড্রাইভকে ৪ লেনে উন্নীতকরণ ও কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কক্সবাজার শহরে রঙিন তোরণ তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রীর ছবিসহ পোস্টার, ফেস্টুন ও ব্যানার দিয়ে রাস্তাগুলো সাজানো হয়েছে।

Comments

The Daily Star  | English
Domestic violence killing women in Bangladesh

Domestic violence in Bangladesh: When numbers speak of the silence

When we are informed that 133 women have been killed by their husbands in seven months, it is no longer just a number.

8h ago