কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সভাপতি-সহসভাপতি গ্রেপ্তার

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সভাপতি-সহসভাপতি গ্রেপ্তার
ছবি: স্টার

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা নগরীতে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার আগেই দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক ও জেলা যুবদলের সভাপতি ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও জেলা যুবদলের সহসভাপতি জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুমিল্লা নগরীর বাদুরতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

কান্দিরপাড় ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন বাগচী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। তবে মিছিলটি বের হতেই তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। 

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশী হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কমসূচির অংশ হিসেবে সারা দেশের মতো কুমিল্লায়ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি। নেতা-কর্মীরা বিএনপির অস্থায়ী কার্যালয় বাদুরতলা অফিসে জড়ো হতে শুরু করলে পুলিশ এই ২ নেতাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'এই ২ জনের বিরুদ্ধে আগেই মামলা ছিল।'

এদিকে জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও সহসভাপতি জহিরুল ইসলাম জহিরকে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। 

দক্ষিণ জেলা বিএনপির আহ্ববায়ক হাজী আমিন-উর রশীদ ইয়াছিন এক বিবৃতিতে অবিলম্বে শীর্ষ ২ নেতার মুক্তির দাবি করে বলেন, 'হামলা, মামলা ও গ্রেপ্তার করে চলমান সরকারবিরোধী জনগণের আন্দোলন দমন করা যাবে না।'

 

 

Comments

The Daily Star  | English

Police, Bida launch special security measures for foreign investors

Held meeting with officials of foreign companies, introduced dedicated emergency contact line

1h ago