মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ‘ডিবি’ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। 

শুক্রবার ভোররাত ৩টার দিকে 'ডিবি পুলিশের' একটি দল তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাত ৩টার দিকে মহাসচিবকে উত্তরার বাসা থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে।'

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে শাজাহানপুরের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান শায়রুল কবির খান।

বিএনপির শনিবারের গণসমাবেশের ভেন্যু নির্ধারণের জন্য বৃহস্পতিবার দিবাগত রাতে কমলাপুর স্টেডিয়াম ও মিরপুর বাঙলা কলেজের মাঠ পরিদর্শন শেষে বাসায় ফেরেন মির্জা আব্বাস। 

বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিবির কোনো কর্মকর্তা নিশ্চিত না করলেও, তারা ডিবি অফিসে আছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

 

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

1h ago