মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটকের ঘটনা ফ্যাসিবাদের নগ্নরূপ: টুকু

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটকের ঘটনা 'ফ্যাসিবাদের নগ্নরূপ' বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটকের ঘটনা 'ফ্যাসিবাদের নগ্নরূপ' বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ শুক্রবার টেলিফোনে দ্য ডেইলি স্টারকে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে আটকের ঘটনায় নিন্দা জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, 'যখন সমাবেশস্থল নিয়ে আলোচনা চলছে, তখন এ ধরনের আটক ফ্যাসিবাদের নগ্নরূপ ছাড়া আর কিছু নয়।'

বইয়ে ফ্যাসিবাদের যে ধরনের উদাহরণ থাকে, বর্তমান পরিস্থিতি সেরকমই বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

অবিলম্বে আটক ও গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান ইকবাল হাসান মাহমুদ টুকু।

এর আগে, শুক্রবার ভোররাত ৩টার দিকে 'ডিবি পুলিশের' একটি দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, ভোররাত ৩টার দিকে মহাসচিবকে উত্তরার বাসা থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে। আর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে শাজাহানপুরের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

Comments