ঢাকায় যানবাহন প্রবেশে ‘বাধা’ দিচ্ছে পুলিশ

রাজধানীর গোলাপবাগ মাঠে আজ শনিবার সকাল ১১টায় বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ। এর মধ্যেই রাজধানীতে যানবাহন প্রবেশ বাধা দিতে দেখা গেছে পুলিশকে।
ঢাকায় যানবাহন প্রবেশে বাধা
আমিনবাজারে যানবাহন আটকে দিচ্ছে পুলিশ। ছবি: আরাফাত রহমান/স্টার

রাজধানীর গোলাপবাগ মাঠে আজ শনিবার সকাল ১১টায় বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ। এর মধ্যেই রাজধানীতে যানবাহন প্রবেশ বাধা দিতে দেখা গেছে পুলিশকে।

আজ সকালে সরেজমিনে রাজধানীর গাবতলী, আমিনবাজার, আব্দুল্লাহপুর, গাজীপুর, সাভার, আশুলিয়া, টঙ্গীসহ কয়েকটি এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতারা জানান, এসব এলাকার বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। যেকোনো ধরনের যানবাহন আটকে তল্লাশি করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ ও তল্লাশি শেষে কিছু প্রাইভেটকার ও মোটরসাইকেল প্রবেশ করতে দিলেও বাসসহ কোনো ধরনের গণপরিবহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সকাল ৭টায় গাবতলি চেকপোস্টে কয়েকশ মানুষকে হেঁটে ঢাকায় প্রবেশ করতে দেখা গেছে।

ঢাকায় যানবাহন প্রবেশে বাধা
ঢাকার কেরানীগঞ্জের ওয়াশপুরে রাজধানীর প্রবেশমুখে পুলিশ ঢাকামুখী যানবাহন ফিরিয়ে দিচ্ছে। কাঠের বেঞ্চ দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী ব্যারিকেড। ১০ ডিসেম্বর ২০২২। ছবি: আহমাদ ইশতিয়াক/স্টার

পথচারীরা জানান, ঢাকায় বাস প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমিনবাজার চেকপোস্টে বাস থামিয়ে সবাইকে নামিয়ে দেওয়া হচ্ছে।

সেসময় পথচারীদের ব্যাগ তল্লাশি ছাড়াও, তারা কোথা থেকে কেন এসেছেনসহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মোবাইল ফোনও চেক করছে পুলিশ।

আমিনবাজার চেকপোস্টে যানবাহন আটকানোর বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ডেইলি স্টারকে বলেন, 'আমরা চেকপোস্ট পরিচালনা করছি, এটা সঠিক। কিন্তু, কোনো যানবাহন চেকপোস্ট পাড় হতে দিচ্ছি না, এটা সঠিক না। রাস্তায় যানবাহন নেই বললেই চলে। হয়তো ভয়ে যাত্রী ও চালকরা বের হচ্ছেন না।'

ঢাকায় যানবাহন প্রবেশে বাধা
রাজধানী থেকে বের হতে পারলেও ঢুকতে পারছে না কোনো যানবাহন। কেরানীগঞ্জের ওয়াশপুরে এ দৃশ্য দেখা যায়। ১০ ডিসেম্বর ২০২২। ছবি: আহমাদ ইশতিয়াক/স্টার

আজ সকাল ৭টায় আব্দুল্লাহপুরে সরেজমিনে দেখা যায়, চেকপোস্টে ৮-১০ জন পুলিশ সদস্য পথচারীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। তাদের পকেটে হাত ঢুকিয়ে মোবাইল বের করে নিজেরাই গ্যালারি দেখছেন। মোবাইলে গ্রুপ ছবি থাকলে জেরা করা হচ্ছে। মোবাইল না পাওয়া গেলে সেজন্যও প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে পথচারীদের। এ ছাড়া, পথচারীদের কাছে ব্যাগ থাকলে তা খুলে দেখা হচ্ছে। বেশ কয়েকজন পথচারীকে জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে ধমক দিতেও দেখা যায়। নির্দিষ্টভাবে গন্তব্য এলাকার নাম বলতে না পারলে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে।

অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস এসময় ঢাকায় প্রবেশ করতে দেখা যায়নি।

আজ ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেখা গেছে, দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না। স্বল্প দূরত্বের কিছু বাস চলাচল করলেও পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে৷ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরকিশাগুলোকেও থামিয়ে উল্টো পথে ফেরত পাঠাতে দেখা গেছে৷ বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে যাত্রীরা বিকল্প খোঁজার চেষ্টা করছেন৷

ঢাকায় যানবাহন প্রবেশে বাধা
ঢাকার বসিলায় শহীদ বুদ্ধিজীবী সেতুর সামনে রাজধানীর প্রবেশমুখে পুলিশের পাহারা। বসানো হয়েছে ব্যারিকেড। ১০ ডিসেম্বর ২০২২। ছবি: আহমাদ ইশতিয়াক/স্টার

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন ডেইলি স্টারকে বলেন, 'গাড়ি বন্ধ রাখার কোনো নির্দেশনা পুলিশের নেই৷ সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের সহিংসতা না হয়, সেজন্য পুরো জেলাতেই পুলিশ সতর্ক অবস্থানে আছে৷'

আমিনবাজার চেকপোস্ট ১০-১২ জন আটক

জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত আমিনবাজার চেকপোস্টে ১০-১২ জনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি ডেইলি স্টারকে নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল্লাহ আল কাফি বলেন, 'তাদের আচরণবিধি সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছি। জিজ্ঞাসাবাদে কিছু পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় তাদের ছেড়ে দেওয়া হবে।'

 

Comments

The Daily Star  | English
Yunus-led interim govt takes charge

2 months of interim govt: Hopes still persist

The interim government had taken oath two months ago with overwhelming public support and amid almost equally unrealistic expectations.

2h ago