রাজধানীতে গণপরিবহন সংকটে যাত্রী ভোগান্তি

রাজধানীতে গণপরিবহন সংকট
রাজধানীর রামপুরা এলাকা থেকে ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোচকিত্রী শেখ এনামুল হক।

বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীতে গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আজ শনিবার সকাল ১১টায় গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশ। 

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর পান্থপথ, মিরপুর রোডের কলাবাগান এলাকা, মহাখালী, মিরপুর ১, গাবতলী, উত্তরা, বাড্ডা, বনানী ও মহাখালী এলাকায় গণপরিবহন নেই বললেই চলে। এসব সড়কে বাসের জন্য যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।

আরও দেখা গেছে, জাহাঙ্গীর গেটের আগে মহাখালী ফ্লাইওভার থেকে বিএফ শাহীন কলেজে দিকে যাওয়ার সড়ক ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখেছে পুলিশ। জাহাঙ্গীর গেটের আগের মোড়সহ ফার্মগেট, শেওড়া পাড়া ও বিজয় স্মরণীর মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

এ ছাড়াও, আল হেলাল ক্লিনিকের সামনে, গ্রেন সুপার মার্কেটের বিপরীত পাশে, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহজাহানপুর ও কুড়িল বিশ্বরোডসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগকে অবস্থান নিতে দেখা গেছে। সেসময় তাদেরকে শেখ মুজিবুর রহমানের ভাষণ ও বিভিন্ন ধরনের দেশাত্মবোধক গান বাজাতে শোনা গেছে।

রফিকুল ইসলাম (ছদ্মনাম) নামে এক বেসরকারি চাকরিজীবী দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল সোয়া ৮টায় মিরপুর-১২ এ এসে পৌঁছেছি। বাসস্ট্যান্ডে কোনো গণপরিবহন পাইনি। পরে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ফার্মগেট পর্যন্ত যাই। পুরো পথে কোনো বাস দেখিনি।

Comments

The Daily Star  | English

Fakhrul urges EC to work swiftly for fair, acceptable election

Prof Yunus deserves thanks for instructions over polls preparations

1h ago