সদরঘাটে নৌকা চলাচলও বন্ধ

বুড়িগঙ্গা নদীতে আজ নৌকা চলাচল বন্ধ রয়েছে। ছবি: প্রথম আলো

রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে আজ শনিবার নৌকা চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নৌকায় চলাচলকারী যাত্রীরা।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ ঘিরে সকাল থেকেই রাজধানীতে গণপরিবহন সংকট। এর মধ্যে নৌকা চলাচলও বন্ধ।

বুড়িগঙ্গা নদীর অপর পাশ কেরানীগঞ্জসহ অন্যান্য অঞ্চল থেকে নৌকায় নিয়মিত সদরঘাটে আসেন, তাদের কয়েকজনের সঙ্গে দ্য ডেইলি স্টারের কথা হয়েছে। তারা জানান, বহু মানুষের নদী পার হয়ে এপাশে আসতে হয়। অনেকে ব্যবসা বা চাকরির সঙ্গে জড়িত। তাদের একমাত্র বাহন নৌকা। আজকে সকাল থেকেই সেই নৌকা পারাপার বন্ধ। ফলে মানুষ চরম ভোগান্তির শিকার।

কেরানীগঞ্জের জিঞ্জিরার বাসিন্দা মো. মন্টু ডেইলি স্টারকে বলেন, 'গতকাল রাত থেকেই বুড়িগঙ্গায় নৌকা চলাচল কমে গেছে। অনকেই ঘাটে গিয়ে ফিরে আসেন। আজ একেবারেই বন্ধ। তাই বাধ্য হয়ে যাত্রীরা কেউ বাবুবাজার ব্রিজ, কেউ পোস্তগোলা ব্রিজ, আবার কেউ মোহাম্মদপুরের বসিলা ব্রিজ হয়ে ভেঙ্গে ঢাকায় এসেছেন। আমি বাবুবাজার ব্রিজ হয়ে কিছু পথ হেঁটে, আবার কিছু পথ রিকশায় করে ঢাকায় এসেছি।'

নৌকার মাঝিদের ২ জনের সঙ্গে ডেইলি স্টারের কথা হয়। তারা জানান, আজ তাদেরকে নৌকা চালানো বন্ধ রাখতে বলা হয়েছে। কে বা কারা এ নির্দেশনা দিয়েছে, জানতে চাইলে তারা এ বিষয়ে আর কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে জানতে চাইলে নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান ডেইলি স্টারকে বলেন, 'আজকে নৌকা চালানো বন্ধ আছে। তবে, কেন বন্ধ আছে, সে বিষয়ে আমরা কিছু জানি না। সেটা মাঝিদের ব্যাপার। এর সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতকা নেই।'

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

25m ago