আ. লীগের সম্মেলনে পুলিশকে স্বেচ্ছাসেবক হিসেবে পেতে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ

আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক উপকমিটি এবং মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির যৌথ বৈঠকে আবুল হাসনাত আবদুল্লাহ, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খানসহ অন্যান্য নেতারা। ছবি: আশিক আব্দুল্লাহ অপু/স্টার

ক্ষমতাসীন আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনে আগত কাউন্সিলর এবং ডেলিগেটদের সহায়তার জন্য পুলিশ ও গোয়েন্দা বাহিনীকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার অনুরোধ করেছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ।

সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক উপকমিটি এবং মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির যৌথ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রতি এ অনুরোধ করেন তিনি।

আবুল হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের সম্মেলনে উপলক্ষে গঠিত শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক উপকমিটির আহ্বায়ক।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সভায় উপস্থিত ছিলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করব তার পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী যারাই আছে তারা অন্তত এই সময়টাতে একটু স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করুক। এটাই আমার বিশেষভাবে অনুরোধ।'

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, দক্ষিণাঞ্চলের বেশিরভাগ লঞ্চে আসবেন। উত্তরবঙ্গ থেকে বাসে আসবেন। তাই বাস স্টেশনগুলোতে পুলিশ এবং অন্যান্য বাহিনীকে সতর্ক দৃষ্টি রাখার ব্যবস্থা আপনি করবেন। কারণ আমাদের বিরোধী দল চাচ্ছে এখানে একটা অঘটন ঘটুক। এটা থেকে সতর্ক থাকতে হবে।

শৃঙ্খলা উপকমিটির সদস্যদের প্রতি অনুরোধ জানিয়ে আবুল হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের জেলা পর্যায়ে অনেক বয়স্ক লোক আছে, কেন্দ্রীয় পর্যায়েও আছে। তাদেরকে সসম্মানে আসনে বসানোর দায়িত্ব শৃঙ্খলা কমিটির।

মফস্বল থেকে আসা কাউন্সিলর ও ডেলিগেটদের জন্য বসা, পানি ও খাদ্যর ব্যবস্থা সঠিকভাবে করার জন্য স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ করেন আবুল হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, 'আমাদের দলের ও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নির্ভর করবে যদি সুশৃঙ্খলভাবে সম্মেলন সমাপ্ত করতে পারি, তাহলে জনগণের কাছে ভালো গ্রহণযোগ্যতা পাবে। তাই যার যেখানে অবস্থান থাকবে, তিনি সেখানেই ২৪ ঘণ্টা অবস্থান করবেন। অন্য জায়গায় যাবেন না।'

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

1h ago