সজীব ওয়াজেদ জয়কে আ. লীগের সাধারণ সম্পাদক পদে চায় ওলামা লীগ

আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক পদে সজীব ওয়াজেদ জয়কে দেখতে চায় বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের নেতারা।
সজীব ওয়াজেদ জয়কে আ. লীগের সাধারণ সম্পাদক পদে চায় ওলামা লীগ
ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় মিছিল নিয়ে জড়ো হয় ওলামা লীগের সদস্যরা। ছবি: স্টার

আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক পদে সজীব ওয়াজেদ জয়কে দেখতে চায় বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের নেতারা।

আজ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে অংশ নিয়ে এ প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন সজীব ওয়াজেদ জয়।

সকাল ১১টার দিকে প্রায় ২০ জনের মতো একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকায় মিছিল নিয়ে জড়ো হয়।

জানতে চাইলে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, 'স্মার্ট বাংলাদেশ গড়তে হলে দলের সাধারণ সম্পাদক পদে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে আনতে হবে। সভাপতি পদে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।'

'আওয়ামী লীগ সরকার টানা তৃতীয় বারের মতো ক্ষমতায় রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ করছে এ সরকার। আমরা চাই শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ থাকুক', যোগ করেন তিনি।

Comments