রাজনীতি

ফরিদপুরে পুলিশের বাধায় পণ্ড বিএনপির গণমিছিল

ফরিদপুরে বিএনপিকে গণমিছিল করতে বাধা দিয়েছে পুলিশ। পুলিশের অনুমতি নিয়ে মিছিলটি শুরু হলেও এগোতে দেয়নি পুলিশ। ফলে, বিএনপির পূর্ব নির্ধারিত গণমিছিল পণ্ড হয়ে যায়।
পুলিশের অনুমতি নিয়ে মিছিলটি শুরু হলেও এগোতে দেয়নি পুলিশ। ছবি: সুজিত কুমার দাস

ফরিদপুরে বিএনপিকে গণমিছিল করতে বাধা দিয়েছে পুলিশ। পুলিশের অনুমতি নিয়ে মিছিলটি শুরু হলেও এগোতে দেয়নি পুলিশ। ফলে, বিএনপির পূর্ব নির্ধারিত গণমিছিল পণ্ড হয়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, গণমিছিল নিয়ে কেন্দ্রীয় ও জেলা নেতারা সামনে এগোতে চাইলে ফরিদপুর কোতয়ালী থানার এক দল পুলিশ বাধা দেন। এ সময় বিএনপি নেতাদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। পরে বিএনপি নেতাকর্মীরা কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করেন। এরপর দুপুর ১২টার দিকে বিএনপি তাদের কর্মসূচি শেষ করে।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতায় রায় চৌধুরী বলেন, 'বাধা দিয়ে গণ মানুষের অধিকার দমিয়ে রাখা যায় না। জোর করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি। টিকে থাকতে পারেনি চেঙ্গিস খান, হালাকু খান, আইউব খান। টিকতে পারেনি ব্রিটিশ। এই সরকারকে ক্ষমতা ছাড়তে হবে।'

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, 'এ গণমিছিল পণ্ড করার জন্য গত রাতে ফরিদপুরে বিএনপির ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে, বাড়িতে বাড়িতে তল্লাশি করেছে পুলিশ। আওয়ামী লীগ এতো ভয় পেয়ে গেছে কেন? আমাদের আন্দোলন ভোটের অধিকার প্রতিষ্ঠায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে ৭ দফা আদায়ের জন্য।'

তিনি আরও বলেন, 'জনগণ মাঠে নেমে এলে কোনো এই স্বৈরাচারী সরকার টিকতে পারবে না।'

কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, 'দেশ আজ পুলিশি রাজত্বে পরিণত হয়েছে। পুলিশ চলে জনগণের টাকায়। সেই পুলিশকে এই গণবিরোধী সরকার দেশের জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, পুলিশ ব্যারিকেড দিয়ে আমাদের অধিকার হরণ করছে। গতকাল বিনা উস্কানিতে গ্রেপ্তার করেছে আমাদের নেতাকর্মীদের।'

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী। পরিচালনা করেন জেলা বিএনপি সদস্য সচিব এ কে কিবরিয়া ওরফে স্বপন।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে জেলা কার্যালয়ের সামনে শহরের কাঠপট্টি এলাকা থেকে বিএনপির গণমিছিল শুরু হওয়ার কথা ছিল। মিছিলটি কাঠপট্টি এলাকা থেকে শুরু করে থানা রোড, জনতা ব্যাংকের মোড় হয়ে ফরিদপুর প্রেসক্লাব পর্যন্ত গিয়ে শেষ হওয়ার কথা ছিল।

সকাল থেকে কাঠপট্টি এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে সড়কের ২ পাশের মোড়ে, জনতা ব্যাংকের মোড়, প্রেসক্লাব, ব্রাহ্ম সমাজ সড়ক এলাকায় অতিরিক্ত পুলিশ দেখা যায়।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিএনপি মিছিল করতে পেরেছে। আমরা ওভাবে বাধা দেইনি। ওনারা শহরের দিকে যেতে চাচ্ছিলেন। ওদিকে যানজট বেশি হয়। তাই তাদের নিষেধ করা হয়েছিল।'

Comments