এবার ১১ দল নিয়ে 'জাতীয়তাবাদী সমমনা জোট'

জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নতুন ১১ দলীয় জোটের ঘোষণা দেওয়া হয়। ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক প্লাটফর্ম 'জাতীয়তাবাদী সমমনা জোট' আজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। ১১টি দল নিয়ে নতুন এই জোট গঠিত হয়েছে। এই দলগুলো আগে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্তর্ভুক্ত ছিল।

জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও নতুন জোটের সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ এ ঘোষণা দেন।

ফরহাদ বলেন, সরকারবিরোধী যুগপৎ আন্দোলন জোরদার করতে, জনগণের আশা-আকাঙ্ক্ষার কথা মাথায় রেখে বাংলাদেশ গড়তে এবং দেশের রাজনৈতিক সংকট নিরসনে এই জোট গঠন করা হয়েছে।

নতুন জোটে থাকা দলগুলো হলো ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, জাগপা (খন্দকার লুৎফুর), ডেমোক্রেটিক লীগ (ডিএল), বাংলাদেশ ন্যাপ, বিকল্প ধারা (নুরুল আমিন), সাম্যবাদী দল, গণদল, ন্যাপ-ভাসানী, ইসলামী ঐক্যজোট, পিপলস লীগ ও বাংলাদেশ সংখ্যালঘু জনতা পার্টি।

ফরহাদ আরও বলেন, রাষ্ট্র মেরামতের জন্য বিএনপি ঘোষিত ২৭-দফা ও ১০ দফা দাবির প্রতি সমর্থন রেখে জোট যুগপৎ আন্দোলনে যোগ দেবে।

এর আগে গত ২২ ডিসেম্বর ২০ দলীয় জোটের ১২ শরিক দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন জোট গড়ার ঘোষণা দেয়।

ওই জোটে আছে জাতীয় পার্টি (কাজী জাফর), কল্যাণ পার্টি, লেবার পার্টি, জাতীয় দল, বাংলাদেশ এলডিপি, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা (তাসমিয়া প্রধান), এনডিপি, এলডিপি (সেলিম), মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, ইসলামী দল ও সাম্যবাদী দল।

ইসলামী ঐক্যজোট ও সাম্যবাদী দল নতুন দুটি জোটেই আছে।

এ বিষয়ে জানতে চাইলে ফরহাদ বলেন, সাম্যবাদী দল ও ইসলামী ঐক্যজোট আমাদের সঙ্গে আছে। তারা এখন আর কোনো জোটে নেই।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

9h ago