বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে প্রস্তুত আ. লীগ: নানক

ছবি: আশিক আবদুল্লাহ অপু/স্টার

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রস্তুত বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে তিনি এ কথা বলেন। সংসদ বিলুপ্তি, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ ১০ দফা দাবিতে বিএনপি নেতৃত্বাধীন সমমনা ৩২ দল ঘোষিত গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে সকালেই মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ অন্যান্য নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সমানে অবস্থান নেন।

ছবি: আশিক আবদুল্লাহ অপু/স্টার

নেতাকর্মীদের উদ্দেশে নানক বলেন, 'আন্দোলন সংগ্রামের নামে বিএনপি-জামায়াত যদি মানুষের জান-মালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।'

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুরে (বাদ জুমা) নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপি নেতাকর্মীরা গণমিছিল শুরু করবেন। এর আগেই ১৪ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে গণমিছিল করবে গণতন্ত্র মঞ্চ। দুপুর ৩টায় ১২ দলীয় জোট রাজধানীর বিজয় নগর পানির ট্যাংক এলাকায় এবং একই সময় জাতীয়তাবাদী সমমনা জোট জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মতিঝিল পর্যন্ত মিছিল করবে। কারওয়ানবাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করবে এলডিপি।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago