একদফা দাবিতে দয়াগঞ্জ ও গুলশান থেকে বিএনপির গণমিছিল

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে রাজধানী ঢাকায় গণমিছিল করছে বিএনপি।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে রাজধানী ঢাকায় গণমিছিল করছে বিএনপি।

আজ শুক্রবার বিকেল ৪টায় দয়াগঞ্জ ও গুলশান-১ থেকে পৃথক দুটি গণমিছিল বের করে দলটি। 

এর আগে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের নেতাকর্মীরা এ দুই স্থানে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নেয়।

গুলশান-১ ডিএনসিসি মার্কেটের সামনে থেকে বিএনপির গণমিছিল শুরু হয়। ছবি: মো. আব্বাস/স্টার

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত গণমিছিলটি দয়াগঞ্জ থেকে শুরু হয়ে শেষ হবে খিলগাঁও চৌরাস্তায়।

এ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অপরদিকে মহানগর উত্তর বিএনপি আয়োজিত গণমিছিলটি গুলশান-১ ডিএনসিসি মার্কেটের সামনে থেকে শুরু হয়ে শেষ হবে মহাখালী বাস টার্মিনালে।

মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এর আগে গত ১৫ আগস্ট এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আজকের কর্মসূচির ঘোষণা দেন।

এছাড়া একদফা দাবি মেনে নিতে সরকারকে চাপ দিতে আগামীকাল শনিবার মহানগর ও জেলা পর্যায়ে রোডমার্চ করবে বিএনপি।

 

Comments