কারামুক্তির পর যা বললেন মির্জা ফখরুল

এক মাসেরও বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণ-গ্রেপ্তার, অন্যায়, অত্যাচার, হত্যা ও জুলুম করে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সে আন্দোলন দমানো যাবে না। 
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

এক মাসেরও বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণ-গ্রেপ্তার, অন্যায়, অত্যাচার, হত্যা ও জুলুম করে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সে আন্দোলন দমানো যাবে না। 

আজ সোমবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'আমাদের অসংখ্য নেতাকর্মী এখনো কারাগারে আটক হয়ে আছেন এবং দুঃখজনকভাবে তারা মানবেতর জীবনযাপন করছেন। আমি অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি।'

তিনি আরও বলেন, 'আমি বিশ্বাস করি- অবিলম্বে জনগণের আন্দোলনের মধ্য দিয়েই এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল হবে।'

আটক হওয়ার পর তার মুক্তির জন্য দলের নেতাকর্মীরা যে আন্দোলন করেছেন, সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

 

Comments