বিএনপির গণ অবস্থান কর্মসূচি: ১০ শহরের দায়িত্বে ১২ নেতা

সারাদেশে বিএনপির গণ অবস্থান কর্মসূচিতে দলের ১২ শীর্ষ নেতা দায়িত্ব পেয়েছেন।

আগামীকাল বুধবার বর্তমান সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে দেশের ১০টি শহরে গণ অবস্থান কর্মসূচি করবে বিএনপি। এর মধ্যে ঢাকাসহ ৮ বিভাগীয় শহর আছে। এ ছাড়া কুমিল্লা ও ফরিদপুরেও এ গণ অবস্থান কর্মসূচি হবে। 

বুধবার সকাল ১১টায় শুরু হয়ে কর্মসূচি চলবে বিকেল ৩টা পর্যন্ত। ঢাকায় গণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। 

ঢাকার কর্মসূচির নেতৃত্বে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস।

সিলেট বিভাগে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, রাজশাহীতে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ময়মনসিংহে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চট্টগ্রামে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রংপুরে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, কুমিল্লায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা, খুলনায় দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান এবং ফরিদপুরে দলের ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান গণ অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।

Comments

The Daily Star  | English

Muslin’s revival weaves past into present

On a golden summer morning in Rupganj, Narayanganj, the sound of handlooms echoes from tin-roofed sheds nestled amid winding village paths and open fields.

16h ago