বিক্ষোভ সমাবেশ থেকে নতুন কর্মসূচির ঘোষণা দেবেন মির্জা ফখরুল

নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের একাংশ। ছবি: সংগৃহীত

সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ দুপুর ২টায় বিক্ষোভ সমাবেশ শুরু করেছে বিএনপি।

আজ বুধবার সকাল থেকেই নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একত্রিত হতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা।

নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনসহ নিজেদের ঘোষিত ১০ দফা দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি।

রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট-বড় মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সমাবেশে যোগ দেওয়ায় ইতোমধ্যেই সভাস্থল ভরে গেছে।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যানার ও পোস্টার হাতে নানা রঙের ক্যাপ পরে দলটির নেতাকর্মীরা সমাবেশস্থলে এসেছেন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সরকারবিরোধী স্লোগান দিতেও দেখা যায় তাদের।

যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সমাবেশস্থলের আশপাশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Comments

The Daily Star  | English

Will resign if govt interferes in election process: CEC

He has issued a stern warning against any kind of irregularity ahead of the polls

23m ago