রাজনীতি

আজ রাজধানীতে সকালে আ. লীগের সমাবেশ, বিকেলে বিএনপির পদযাত্রা

বিএনপির ৪ দিনের পদযাত্রা কর্মসূচির মধ্যেই আজ শনিবার রাজধানীতে সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।

বিএনপির ৪ দিনের পদযাত্রা কর্মসূচির মধ্যেই আজ শনিবার রাজধানীতে সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সকাল সাড়ে ১০টায় উত্তরার আজমপুর এলাকার আমিন মার্কেটের সামনে 'বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের' প্রতিবাদে সমাবেশ করবে এবং পরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে।

একই সময়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 'শান্তি র‌্যালি'করবে যুবলীগ।

এদিকে ৪ দিনের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা উত্তর বিএনপির নেতাকর্মীরা আজ দুপুর ২টায় শাহজাদপুর হোসেন মার্কেট থেকে মালিবাগের আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা করবে।

উভয় দলের উচ্চ পর্যায়ের নেতারা দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বলেছেন।

বিএনপির ৪ দিনের পদযাত্রার প্রতিবাদে আওয়ামী লীগ সমাবেশ করবে এমন দাবি প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে সমাবেশ করা হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, 'আওয়ামী লীগ সভাপতি আমাদের সতর্ক ও শান্তিপূর্ণ থাকার নির্দেশ দিয়েছেন।'

তবে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বিএনপির কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়া জানাতেই মূলত এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সূত্র জানায়, আগামী ৩০ জানুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করার কথা রয়েছে।

এদিকে বিএনপি নেতারা বলছেন, ক্ষমতাসীন দলের লোকজনের উসকানি উপেক্ষা করতে তারা নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা আমাদের কর্মসূচি ঘোষণার পরপরই ক্ষমতাসীন দল কর্মসূচি ঘোষণা করেছে। এটা ভালো রাজনৈতিক চর্চা নয়...। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করব।'

তিনি বলেন, মিছিলের বিষয়ে ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে।

পুলিশের কাছ থেকে বিএনপি অনুমতি পেয়েছে কিনা তা জানা যায়নি।

এই কর্মসূচির কারণে জনদুর্ভোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সাপ্তাহিক ছুটির দিনে কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এবং মিছিলকারীরা পুরো রাস্তা অবরোধ করবে না।

Comments