‘আওয়ামী লীগ মানুষের পাশে, ৫৪ দল ষড়যন্ত্রে ব্যস্ত’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আওয়ামী লীগ মানুষের পাশে আছে আর ৫৪ দল ষড়যন্ত্রে ব্যস্ত।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আওয়ামী লীগ মানুষের পাশে আছে আর ৫৪ দল ষড়যন্ত্রে ব্যস্ত।

আজ শনিবার দুপুরে ঢাকার উত্তরার আজমপুর এলাকায় আমিন মার্কেটের সামনে 'বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের' প্রতিবাদে সমাবেশ ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, 'আজকে আমরা যখন এখানে শীতবস্ত্র বিতরণ করছি ঠিক সে সময় বিএনপি-জামায়াতের নেতৃত্বে ৫৪টি দল ষড়যন্ত্রে লিপ্ত। আমরা মানুষের পাশে, তারা ষড়যন্ত্রের পাশে; কী করে শেখ হাসিনা ও সরকারকে হটানো যায়।'

'আমরা পরিষ্কার বলতে চাই, ষড়যন্ত্র-আগুন সন্ত্রাস করে আওয়ামী লীগ সরকারকে কোনোদিন হটাতে পারবেন না। আমরা রাজপথ আছি। রাজপথে ছিলাম-থাকবো। যদি সন্ত্রাস-আগুন সন্ত্রাস, মানুষ হত্যা, বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তার জবাব আমরা দেবো,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

9 die of dengue

Highest single-day deaths this year

34m ago