নির্বাচন বিলম্বে নানা কৌশল করছে সরকার: রিজভী

রুহুল কবির রিজভী। ছবি: ইউএনবি থেকে নেওয়া

অন্তর্বর্তী সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে জাতীয় নির্বাচন বিলম্বিত করতে 'কৌশলগত' পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী।

তিনি বলেন, 'আপাতদৃষ্টিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছেন শেখ হাসিনা। তাকে অপসারণের পর মানুষ আশা করেছিল ড. মুহাম্মদ ইউনূস দ্রুত তাদের ভোটাধিকার ফিরিয়ে দেবেন। কিন্তু, নানা কৌশলে নির্বাচনের বিষয়টি কেবল বিলম্বিত করা হচ্ছে।'

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৫ জুন) রশিদ গ্রুপ আয়োজিত উত্তরা এলাকায় দোয়া মাহফিল এবং ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বিএনপির এই নেতা এসব কথা বলেন।

রিজভী বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আগামী আগস্টে ক্ষমতায় আসার এক বছর পূর্ণ করতে চলেছে, তবুও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান সংস্কার করা হয়নি।

তিনি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বিএনপির এই নেতা আরও বলেন, দেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, কারণ তারা দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত।

পরে, কয়েকশ নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন রিজভী।

বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব মুস্তাফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, এম কফিল উদ্দিন আহমেদ এবং রশিদ গ্রুপের চেয়ারম্যান এবং ঢাকা উত্তর মহানগর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বা তাদের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই।

তিনি বলেন, 'আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে একটি অপরাধী চক্র ইচ্ছাকৃতভাবে ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে ভুয়া এবং মিথ্যা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করছে, বিভ্রান্তিকর এবং বানোয়াট মন্তব্য পোস্ট করছে। প্রতারকরা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় তাদের ভুয়া ছবি এবং ভিডিও তৈরি ও প্রচার করছে।'

তিনি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ঘৃণ্য কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। রিজভী জনগণকে এই ধরনের ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

তিনি জুবাইদা রহমান এবং জাইমা রহমানের নামে ভুয়া অ্যাকাউন্ট তৈরিকে জিয়া পরিবার সম্পর্কে জনগণের মনে বিভ্রান্তি তৈরি করার লক্ষ্যে একটি 'ঘৃণ্য এবং পূর্বপরিকল্পিত' কার্যকলাপ হিসাবে বর্ণনা করেন।

রিজভী জিয়া পরিবারের সদস্যদের নামে ভুয়া অ্যাকাউন্ট তৈরির জন্য দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

Comments

The Daily Star  | English

Early US intel assessment suggests strikes on Iran did not destroy nuclear sites: CNN

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago