রাজনীতি

ভোটার যায়নি, পুলিশ মাইকিং করে ভোটারদের ডেকেছে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 'একটা খবর শুনলাম, একটা কেন্দ্রে কোনো ভোটার যাচ্ছে না। পুলিশ নাকি মাইকিং করেছে, ভোটার ডাকতেছে। আমি আমার জীবনে শুনি নাই এ রকম কথা। পুলিশ মাইকে ডাকছে, ভোট দিতে আসেন।'
বুধবার বিকেলে বিএনপির ‘নীরব পদযাত্রা’ কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 'একটা খবর শুনলাম, একটা কেন্দ্রে কোনো ভোটার যাচ্ছে না। পুলিশ নাকি মাইকিং করেছে, ভোটার ডাকতেছে। আমি আমার জীবনে শুনি নাই এ রকম কথা। পুলিশ মাইকে ডাকছে, ভোট দিতে আসেন।'

দেশের ৬ আসনে আজ বুধবার অনুষ্ঠিত উপনির্বাচনে ভোটার উপস্থিতি প্রসঙ্গে বিএনপির 'নীরব পদযাত্রা' কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বুধবার বিকেলে কমলাপুরে সিপাহী বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম প্রাঙ্গণে বিএনপির 'নীরব পদযাত্রা' কর্মসূচির শেষ দিনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

এ সময় মির্জা আব্বাস বলেন, 'ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জায়গায় আজ উপনির্বাচন হয়েছে। সকাল থেকে ভোটকেন্দ্রে ভোটার নেই। মিডিয়ায় প্রচার হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার একটি কেন্দ্রে ৩-৪টি কুকুর ঘুমিয়ে আছে।'

তিনি বলেন, 'আমি আওয়ামী লীগকে বলে দিতে চাই, এই যে পদযাত্রা এই পদযাত্রায় আপনার ভিত নড়বড়ে হয়ে যাবে, নড়বড়ে হয়ে গেছে। আওয়ামী লীগ কিন্তু পায়ের আওয়াজ পেয়ে গেছে। ওই যে কারা আসছে? এরা কারা? এরা গণতন্ত্র চায়, এরা ভোটে অধিকার চায়, এ দেশের গণমানুষের অধিকার আদায় করতে চায়, এরা টের পেয়ে গেছে।'

'আমি নেতাকর্মীদের মধ্যে যে আত্মবিশ্বাস দেখছি, আমি বিশ্বাস করি এই সরকারের পতন ইনশাল্লাহ অবশ্যই আমরা ঘটাব,' যোগ করেন তিনি।

আওয়ামী লীগের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, 'আমরা যদি চিৎকার করি, আওয়ামী লীগ ভয় পায়, আমরা যদি নীরব থাকি, আওয়ামী লীগ ভয় পায়। আমরা নীরব পদযাত্রা করার কথা বলেছি। কিন্তু আওয়ামী লীগ বিএনপির পদযাত্রায় রাস্তায় প্রকম্পিত হচ্ছে। তারা ভয় পেয়ে গেছে।'

'আমি আজ বলছি এই পদযাত্রা আওয়ামী লীগের শবযাত্রার পূর্ব অবস্থা। আমরা বলে দিচ্ছি আপনাদের পতন শুরু হয়ে গেছে। এখন শুধু দেশের মানুষের সময়ের অপেক্ষা,' যোগ করেন তিনি।

বারবার বিদ্যুতের দাম বৃদ্ধির কঠোর সমালোচনা করেন মির্জা আব্বাস বলেন, 'বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন যে মাসে মাসে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। ভাবটা এমন যে এটা কারো একটা রাজত্ব, রাজার হুকুম মতো দেশ চলবে। আমরা বলতে চাই, এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হুকুম মতো চলবে, কারও রাজতন্ত্রে নয়।'

গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে দুপুর আড়াইটায় ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে কমলাপুর সিপাহী বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে খিলগাঁও মোড় হয়ে মালিবাগ বাজার পর্যন্ত ৩ কিলোমিটার পথে 'নীরব পদযাত্রা' করে বিএনপির নেতাকর্মীরা।

Comments

The Daily Star  | English
IMF suggestions for Bangladesh

IMF suggests raising power, gas and fertiliser prices

The International Monetary Fund yesterday recommended reducing government subsidies by hiking prices of power, gas and fertiliser, and spending the saved money on society safety net programmes.

16h ago