খালেদা জিয়ার রাজনীতি করার সুযোগ নেই: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের বলেছেন, ‘দণ্ডিত ব্যক্তি তো জেলে থাকবে। আর দণ্ডিত ব্যক্তির ব্যাপারে তাদের সন্দেহ না থাকলে ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন বানাল?'
ওবায়দুল কাদের
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

বেগম খালেদা জিয়া দণ্ডাদেশ থেকে মুক্তি পাননি, তার রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'বেগম খালেদা জিয়া কি দণ্ডাদেশ থেকে মুক্তি পেয়েছেন? যেটুকু পেয়েছেন, সেটা মানবিক কারণে, শেখ হাসিনার উদারতার জন্য পেয়েছেন। কারণ তিনি অসুস্থ তাই। মানবিক কারণে অসুস্থ মানুষের দণ্ডাদেশ স্থগিত করা হয়েছে। অসুস্থ না হলে তিনি থাকতেন কারাগারে। তাহলে রাজনীতি করার সুযোগ কোথায়? দণ্ডিত ব্যক্তির রাজনীতি করার সুযোগ কোথায়?'

তিনি আরও বলেন, 'দণ্ডিত ব্যক্তি তো জেলে থাকবে। আর দণ্ডিত ব্যক্তির ব্যাপারে তাদের সন্দেহ না থাকলে ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন বানালো? নিশ্চয়ই তিনি (খালেদা জিয়া) এলিজিবল (যোগ্য) না। সেজন্য তাকে এনে বসিয়েছেন।'

দণ্ডিত খালেদা জিয়া শর্তাধীনে মুক্ত থাকলেও তার রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ রয়েছে কি না, এ নিয়ে ক্ষমতাসীন দলের মধ্য থেকে দুই ধরনের বক্তব্য এসেছে।

এর আগে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাময়িক মুক্তির ক্ষেত্রে রাজনীতি করা নিয়ে কোনো শর্ত দেওয়া হয়নি। তিনি রাজনীতি করতে পারবেন তবে নির্বাচন করতে পারবেন না।

তবে আজ বৃহস্পতিবার তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন, খালেদা জিয়ার বয়স ও স্বাস্থ্য বিবেচনায় শর্তসাপেক্ষে কারাগারের বাইরে ঘরে থাকার অনুমতি দেওয়া হয়েছে। সেই শর্ত অনুযায়ী তিনি রাজনীতি করতে পারেন না।

পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরও একই কথা জানালেন।

Comments