‘আগামী নির্বাচনেও ভোট ডাকাতির প্রস্তুতি নিয়ে রেখেছে সরকার’

জনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনেও ভোট ডাকাতি করে ক্ষমতায় আসার সকল প্রস্তুতি নিয়ে রেখেছে বর্তমান সরকার ও নির্বাচন কমিশন।
জনসংহতি আন্দোলন, জোনায়েদ সাকি, নির্বাচন,
চট্টগ্রাম নগরীর লালদিঘী এলাকায় সংগঠনটির চট্টগ্রাম জেলা শাখার সম্মেলনে জনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। ছবি: সংগৃহীত

জনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনেও ভোট ডাকাতি করে ক্ষমতায় আসার সকল প্রস্তুতি নিয়ে রেখেছে বর্তমান সরকার ও নির্বাচন কমিশন।

আজ শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীর লালদিঘী এলাকায় সংগঠনটির চট্টগ্রাম জেলা শাখার প্রথম সম্মেলনে এসব বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, 'আগামী জাতীয় নির্বাচনকে বিদেশিদের কাছে অংশগ্রহণমূলক করতে সারাদেশে কিছু ব্রাহ্মণবাড়িয়ার উকিল সাত্তার মার্কা প্রার্থী খুঁজে বের করবে আওয়ামী লীগ। বিএনপিসহ অন্যান্য বিরোধীদল থেকে

কিছু নেতাকে বাগিয়ে নিয়ে প্রার্থী করা হবে। বিদেশিদের কাছে যেন বলতে পারে এ নির্বাচন অংশগ্রহণমূলক ছিল।'

'তিতাস গ্যাস ডিস্ট্রিবিশন কোম্পানি প্রতি বছর হাজার হাজার কোটি টাকার গ্যাস সিস্টেম লস দেখায়। সিস্টেম লসের সোজা বাংলা হচ্ছে 'চুরি'। এসব চুরি যদি ৫ শতাংশও কমান যেত তাহলে এত দাম দিয়ে বিদেশ থেকে গ্যাস আমদানি করা লাগত না। দেশে ডলার সংকট তৈরি হত না,' বলেন তিনি।

লুটপাট ও অর্থপাচারকারীদের সরকার সহায়তা করছে দাবি করে জোনায়েদ সাকি বলেন, 'বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসাবে এ সরকার গত ১৪ বছরে অন্তত ১০-১১ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এসব অর্থ আমদানি-রপ্তানির নামে পাচার করেছে। যে দামে পণ্য আমদানি করছেন তার চেয়ে বেশি দাম দেখিয়ে ব্যাংকিং চ্যানেলে বিদেশে পাচার করেছেন।'

জোনায়েদ সাকি বলেন, 'আজ বাংলাদেশের সব প্রতিষ্ঠান আওয়ামী শাসকগোষ্ঠী নিজেদের পকেটে রেখেছে। নিজেদের পকেটে আয়ত্ত করার মধ্যে দিয়ে শাসকগোষ্ঠী সব জুলুম-নির্যাতন, লুটপাট, অর্থপাচার সবকিছু অনায়াসে করছে। যারা এসবের বিরুদ্ধে কথা বলে তাদের নানাভাবে হুমকি-ধমকি, মামলা এবং রাষ্ট্রীয় বাহিনী দ্বারা নির্যাতন  করছে।'

তিনি আরও বলেন, 'আজ বাংলাদেশ চলছে একটা মাফিয়াতন্ত্রে। ক্ষমতার কোনো ভারসাম্য নেই। ফলে, ব্যক্তি যেভাবে বলে সেভাবেই দেশ চলছে। আমাদের এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এই ব্যবস্থার পরিবর্তনের জন্য যে লড়াই সেই লড়াইয়ে জনগণকে সংগঠিত হতে হবে।'

Comments

The Daily Star  | English

Anontex Loans: Janata in deep trouble as BB digs up scams

Bangladesh Bank has ordered Janata Bank to cancel the Tk 3,359 crore interest waiver facility the lender had allowed to AnonTex Group, after an audit found forgeries and scams involving the loans.

7h ago