‘বিএনপিকে নেতৃত্বহীন করতে পুরোনো খেলায় মেতে উঠেছে সরকার’

বিএনপিকে নেতৃত্বহীন করতে আবারও পুরনো খেলায় মেতে উঠেছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

বিএনপিকে নেতৃত্বহীন করতে আবারও পুরোনো খেলায় মেতে উঠেছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, 'মিথ্যা, গায়েবি মামলা, গ্রেপ্তার, ঘরে ঘরে তল্লাইশ এবং হয়রানি করে নির্যাতন-নিপীড়নের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই হীন পরিকল্পনায় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীসহ ও অনেক জ্যেষ্ঠ নেতাসহ অসংখ্য কর্মীকে গ্রেপ্তার করেছে এবং কারাগারে অমানবিক নির্যাতন শুরু করেছে।'

আজ সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'বিরোধী দলের নেতাকর্মীদের নির্মূল ও পর্যদুস্ত করতে নিষ্ঠুর আওয়ামী সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মিথ্যা মামলার মাধ্যমে কারাগারে পাঠিয়ে সারা দেশকে কারাগারে পরিণত করেছে। কারাগারগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই।'

এ সময় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সুচিকিৎসা নিশ্চিত ও তার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার এবং বিএনপির কারারুদ্ধ সব নেতাকর্মীর মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান ফখরুল।

Comments