স্মার্ট বাংলাদেশই হবে নির্বাচনের মূল বার্তা: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ করা হবে।
স্মার্ট বাংলাদেশই নির্বাচনের মূল বার্তা
আজ শুক্রবার রাতে সার্কিট হাউজ মাঠ পরিদর্শন করেন ওবায়দুল কাদের। ছবি: স্টার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে নির্বাচনী বার্তা দেবেন। আওয়ামী লীগের যে উন্নয়ন তা জনগণের চোখের সামনে আছে।

আগামীকাল শনিবার ময়মনসিংহে বিভাগীয় সমাবেশে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভাকে সামনে রেখে আজ শুক্রবার রাতে সার্কিট হাউজ মাঠ পরিদর্শনের সময় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ করা হবে। সেটাই হবে নির্বাচনের মূল বার্তা হবে।'

ময়মনসিংহের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, 'ময়মনসিংহে রাস্তাঘাটসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। ভবিষ্যতে আরও উন্নয়ন হবে।'

এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, মির্জা আজম, সদস্য মারুফা আখতার পপি, সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments