‘বঙ্গবন্ধুকে ভালোবাসলে দুর্নীতি-সন্ত্রাস-জঙ্গিবাদকে ঘৃণা করতে হবে’

বিএনপির ঢাকা অবরোধ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'বঙ্গবন্ধুকে ভালোবাসলে দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িক অপশক্তি ও জঙ্গিবাদকে ঘৃণা করতে হবে।'

আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিভিন্ন ভাষায় উপস্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, 'মানুষের কথা কর্তৃত্ব করে, মানুষের কথা নেতৃত্ব দেয়। সবার কথা কর্তৃত্ব করে না, সবার কথা নেতৃত্ব দেয় না। আজ আমরা সেই মানুষটির কথা বলব, সাড়ে ৭ কোটি স্বাধীনতাপাগল বাঙালি সেদিন উজ্জীবিত হয়েছি স্বাধীনতার মন্ত্রে। এ মানুষটির বয়স কত ছিল? কত বছর তিনি বেঁচেছেন? ৫৪ বছর ৬ মাস ৭ দিন। এই হলো তার বয়সসীমা। মানুষটি এই ৫৪ বছরে জেল খেটেছেন ৪ হাজার ৬৮২ দিন।'

তিনি বলেন, 'আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। কত মায়ের অশ্রুধারা, কত বীরের রক্তধারায় এ বাংলার মাটি বারবার রঞ্জিত হয়েছে স্বাধীনতার জন্য। কিন্তু স্বাধীনতা আসেনি।'

'হাজার বছর পর এই বৃহত্তর ফরিদপুরের টুঙ্গিপাড়ায় মধুমতী তীরে এক বীর মা যাকে জন্ম দিয়ে আমাদের ধন্য করেছেন যিনি আমাদের পূর্ব পুরুষদের পরাজয় অপমান রক্তের প্রতিশোধ দিয়ে ১৯৭১ সালে বিশ্ব মানচিত্রে যুক্ত করেছিলেন বাংলা নামে এ দেশ। এজন্য আজ আমরা স্বাধীন,' যোগ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, 'আমাদের দুর্ভাগ্য ১৯৭৫ সালে বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্রে আমরা তাকে হারিয়েছি।'

আয়োজিত অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, 'আজ আমি এখানে বক্তৃতা করার জন্য নয়, বক্তৃতা শোনার জন্য এসেছি। বক্তৃতা শিশুরা করেছে। বিভিন্ন ভাষায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ শুনতে শুনতে আমি বিমোহিত হয়েছি।' 

শিশুদের উদ্দেশে তিনি বলেন, 'যদি তোমরা বঙ্গবন্ধুকে ভালোবাসো তাহলে দুর্নীতিকে ঘৃণা কর, সন্ত্রাসকে ঘৃণা কর, ভেজালকে ঘৃণা কর, সাম্প্রদায়িক অপশক্তিকে ঘৃণা কর, জঙ্গিবাদকে ঘৃণা কর।'

ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। 

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ জাপানি ভাষায় উপস্থাপন করেন দিলিপ মন্ডল, স্প্যানিশ ভাষায় তানভীন ইসলাম, ফারসিতে নাজমুল ইসলাম, আরবিতে সাইফুল ইসলাম, ফ্রেঞ্চ ভাষায় কৌশিক মালো, ইংরেজি ভাষায় ফারহানা জামান, চীনা ভাষায় মারুফ আহমেদ ও হিন্দিতে শ্রেয়া তুলশিয়ান।

পরে ভাষণ উৎসব প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Comments

The Daily Star  | English

Economist Barkat held in graft case

Economist Prof Abul Barkat was arrested in the capital last night in a case filed with the Anti-Corruption Commission.

5h ago