গ্রেপ্তারের ৩ ঘণ্টা পর ছাড়া পেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তাদির

খন্দকার আবদুল মুক্তাদির। ফাইল ছবি

গ্রেপ্তারের ৩ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির।

আজ শনিবার বিকেল ৩টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যা ৬টায় কোতোয়ালী থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস বলেন, '২০১৮ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলার আসামি হিসেবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।'

তিনি বলেন, 'এই মামলায় তিনি জামিন নিয়েছিলেন কিন্তু ওয়ারেন্টের রিকল পেপার থানায় না আসায় তাকে গ্রেপ্তার করা হয়। তার আইনজীবী রিকল পেপার থানায় জমা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।'

 

Comments