জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাইলেন আইনমন্ত্রী

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বক্তব্যে আইনমন্ত্রী বলেন, '১৯৭৫ সালে কতিপয় মোশতাক বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে ষড়যন্ত্র করে পাকিস্তান বানাতে চেয়েছিল। দীর্ঘ ২১ বছর পর শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশটাকে মর্যাদার আসনে বসিয়েছে। দেশ এখন সারা বিশ্বে মর্যাদার আসনে আসীন। ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনাকে ২০ বার হত্যা করতে চেয়েছে। এখনো ষড়যন্ত্র চলছে।'

তিনি আরও বলেন, 'জনগণ যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে না থাকে তাহলে দেশের উন্নয়ন ব্যাহত হবে।'

এ বছরের শেষ নাগাদ অথবা আগামী জানুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, 'বাংলাদেশে যারা বিশ্বাস করে না, যারা জনগণকে শোষণ করতে রাজনীতি করে এবং অগ্নি-সন্ত্রাস করে হত্যা করে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।'

এজন্য দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চান তিনি।

এর আগে তিনি বিদ্যালয়ের নতুন ভবন ও শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রকাশিত সংকলনের উদ্বোধন করেন। 

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন প্রমুখ।

Comments

The Daily Star  | English

Govt to expedite hiring of 40,000 for public sector

The government has decided to expedite the recruitment of 6,000 doctors, 30,000 assistant primary teachers, and 3,500 nurses to urgently address the rising number of vacancies in key public sector positions.

7h ago