খুলনা

মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

Khulna Map
স্টার অনলাইন গ্রাফিক্স

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মো. মাহবুব কায়সারের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। হামলা-ভাঙচুরের পাশাপাশি পরিবারের সদস্যদের হুমকি এবং নির্বাচনে অংশ না নিতে তাকে শাসানো হয়।

মাহবুব কায়সার খুলনা সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

শনিবার মধ্যরাতের দিকে খুলনা নগরীর কাস্টমস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা ১৪-১৫ জন দুর্বৃত্ত মাহবুবের বাড়ির প্রধান ফটকের একাংশ ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন। তারা মাহবুবকে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নিতে হুমকি দেন ও গালিগালাজ করেন।

মাহবুব কায়সার বলেন, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে আমার বাড়ির প্রধান ফটক ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে। পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালাগালি করে। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। আমার পরিবারের সদস্যরা খুবই আতঙ্কে আছে।

পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, দুর্বৃত্তরা গালাগালি করার সঙ্গে সঙ্গে আমাকে নির্বাচনে অংশ না নেওয়ার জন্য হুমকি দেন। আমি ঘটনাটি তাৎক্ষণিকভাবে খুলনা সদর থানায় জানিয়েছি। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেককেও বিষয়টি জানিয়েছি।

তিনি জানান, হামলার খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত শহর রক্ষা বাঁধ দিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয় ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকুসহ বিএনপির জেলা ও নগর কমিটির সদস্যরা মাহবুবের বাড়ি পরিদর্শন করেছেন।

বিএনপির নগর কমিটির আহবায়ক শফিকুল আলম মনা বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ওপর আক্রমণ চলছে। এর নেতৃত্ব দিচ্ছে ক্ষমতাসীন দল। প্রশাসন কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন বলেন, এ বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি।

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

3h ago