পটুয়াখালী

আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে আহত অন্তত ২৫

‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’
গত ২০ মে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ বাধে। ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০টার দিকে পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হচ্ছিলেন বিএনপির নেতাকর্মীরা। সেই সময় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা 'শান্তি মিছিল' নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। তখন তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ বাধে। ছবি: সংগৃহীত

জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করার চেষ্টা করলে আমাদের ওপর অর্তকিত হামলা চালায় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। এতে আমাদের নেতাকর্মীরা আহত হন।'

জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন ডেইলি স্টারকে বলেন, 'পটুয়াখালী সবুজ বাগ মোড় থেকে ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম শান্তি মিছিল শুরু করলে ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের কর্মীদের ওপর হামলার চালায়। এতে আমাদের ১০ জন কর্মী আহত হন। গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে।'

পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।'

Comments