কেরাণীগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত অন্তত ৫০

ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকার কেরাণীগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। 

আজ শুক্রবার সকাল ১১টার দিকে কেরাণীগঞ্জের জিনজিরা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সহিংসতার জন্য দুইপক্ষ একে অপরের ওপর দোষারোপ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ১০ দফা দাবি আদায়ের জন্য আয়োজিত সমাবেশে যাওয়ার সময় জিনজিরা চাটগাঁও এলাকায়  যুবদলের একটি মিছিলে প্রথমে হামলা হয়।

স্থানীয় বিএনপি নেতারা জানান, আওয়ামী লীগ নেতা আজহার বাঙ্গালীর নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল সমাবেশ চলাকালে বিএনপি কার্যালয়ে হামলা চালায়।

হামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীসহ দলের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।

আহত অন্যান্যদের মধ্যে কেরাণীগঞ্জ যুবদলের সভাপতি সাজ্জাদ হোসেন, দক্ষিণ কেরাণীগঞ্জ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম মামুন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাজ্জেদ হোসেনের নাম জানা গেছে।

অন্যদিকে, আজহার বাঙালির দাবি তিনি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিএনপির লোকজন তার ওপর হামলা চালায়।

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, দক্ষিণ কেরাণীগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে এবং এসময় অন্তত ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উভয় পক্ষের লোকজন বাঁশের লাঠি নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

Comments

The Daily Star  | English

Explosions rock Indian Kashmir

Sirens ring out in Jammu, projectiles in night sky; Islamabad says Indian drones earlier entered its airspace

7h ago