‘বিএনপির কর্মসূচি জনগণের হাতে ক্ষমতা ফেরত দেওয়ার কর্মসূচি’

ডা. জাহিদ
ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: কামরুল ইসলাম রুবাইয়াত/স্টার

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির কর্মসূচি জনগণের যে অধিকার যে ক্ষমতা এই সরকার কেড়ে নিয়েছে, তা ফেরত দেওয়ার কর্মসূচি, অধিকার আদায়ের কর্মসূচি। 

আজ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

বক্তব্যে ডা. জাহিদ বর্তমান আওয়ামী লীগ সরকারকে দ্রুত পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান।

তিনি বলেন, 'নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, যেন জনগণ নিঃশঙ্কচিত্তে যাকে খুশি তাকে ভোট দিতে পারে। এতে করে জনগণ জাহাঙ্গীরের মা-ই হোক বা অন্য যে কাউকে ভোট দিক, তা তাদের দেখার বিষয় নয়।'

'এই আজ্ঞাবহ নির্বাচন কমিশন কোনো অবস্থাতেই আর থাকতে পারবে না' মন্তব্য করে ডা. জাহিদ সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, 'জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে জনগণের সাথে থাকলে জনগণ সম্মান করবে। জনগণের বিপক্ষে গিয়ে কেউ টিকে থাকতে পারে না।'

'শুধু উপরের নির্দেশে আপনারা অন্যায় কাজে ধাবিত হবেন না, জনগণ ক্ষমা করবে না,' যোগ করেন তিনি।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, 'বিএনপির যে আন্দোলন-জনসমাবেশ এবং কর্মসূচি তা খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর কর্মসূচি নয়। বিএনপির কর্মসূচি আপনাদের যে অধিকার এই সরকার কেড়ে নিয়েছে অর্থাৎ জনগণের যে ক্ষমতা তা ফেরত দেওয়ার কর্মসূচি। আপনাদের অধিকার আদায়ের কর্মসূচি।'

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্য করে এই বিএনপি নেতা বলেন, 'দুর্ভাগ্যের বিষয় এই সরকারের আমলে প্যাগোডায় হামলা হয়, মসজিদে হামলা হয়, মন্দিরে মূর্তি ভাঙে। আজ সংখ্যালঘুদের জায়গা দখল হয়, এগুলো কারা করে? এই সন্ত্রাসী আওয়ামী লীগের নেতাকর্মীরা।'

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহ-সভাপতি নুর করিম প্রমুখ।

Comments

The Daily Star  | English

Ducsu: From student union to shaping Bangladesh’s politics

From Language Movement to anti-Ershad protests, Dhaka University’s student body left a lasting mark on national history

46m ago