আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিতে বিএনপি জামায়াতকে মাঠে নামিয়েছে: কাদের

আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিতে বিএনপি জামায়াতকে মাঠে নামিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের
বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিতে বিএনপি জামায়াতকে মাঠে নামিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার বিকেলে রাজধানীর উত্তরায় আয়োজিত শান্তি সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'বিএনপির মাথার মধ্যে এখন ৩টি ভূত ঢুকেছে। এক ভূত, তত্ত্বাবধায়ক সরকার; আরেক ভূত, শেখ হাসিনার পদত্যাগ; আরেক ভূত, পার্লামেন্টের বিলুপ্তি। এই দেশে শান্তিপূর্ণ পরিবেশ চাইলে বিএনপির মাথা থেকে এই ৩ ভূত নামাতে হবে।'

বিএনপি মহাসচিবের সমালোচনা করে তিনি বলেন, 'মির্জা ফখরুল এখন জ্যোতিষের মতো কথা বলেন; এখন নাকি নির্বাচন হলে আওয়ামী লীগ ১০ ভাগ ভোটও পাবে না। তারাই তো বলেছিল, আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসবে না। এখন একাধারে ১৫ বছর গেছে...আল্লাহ যাকে রাখবে, জনগণ যাকে রাখতে তাকে কেউ হটাতে পারবে না।'

'২০০৮ সালে এই বিএনপি বলেছিল যে, নির্বাচনে আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না। রেজাল্ট কী হলো, ৩০ আসন বিএনপি পেয়েছে। তারা আমাদের যা দিতে চেয়েছিল, সেই ৩০ আসন তাদের ভাগ্যে জুটেছে। ফখরুল সাহেব ভবিষ্যত বাণী করছেন, আওয়ামী লীগকে ১০ ভাগ ভোটও দেবেন না, এতই যখন বুকে বল—নির্বাচনে আসেন, খেলা হবে। খেলার মাঠে আসেন। খেলার মাঠে না গিয়ে ফাউল শুরু করেছেন, বন্ধ হয়ে যাবে লাফালাফি, বাড়াবাড়ি। আওয়ামী লীগ যখন খেলার মতো খেলতে নামবে তখন আপনাদের পালানোর পথ থাকবে না,' বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি আরও বলেন, 'আন্দোলনের ভয় দেখিয়ে ঘরে বসিয়ে রাখতে পারবেন না। আমরা মাঠে আছি, আমরা মাঠে থাকব। মোকাবিলা হবে, খেলা হবে।'

বিএনপি জামায়াতকে মাঠে নামিয়েছে মন্তব্য করে কাদের বলেন, 'জামায়াত মাঠে নামেনি, নামিয়েছে তাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি। তারা নির্বাচনে নিবন্ধিত দল নয়। তাদেরকে নামানোর অর্থ হচ্ছে বিএনপি আগুন সন্ত্রাসের জন্য প্রস্তুতি হচ্ছে। বিএনপি আবারো ভাঙচুর করবে, আবারো আগুন নিয়ে বাস পোড়াবে, মানুষ পুড়িয়ে মারবে। অবলা নারীকে পুড়িয়ে মারবে, স্কুল শিক্ষকের চোখ তুলে নেবে। ওই রাজনীতি যারা করে তাদের পৃষ্ঠপোষকতা করে সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা বিএনপি।'

'শত্রুতা কারো সঙ্গে আমরা করি না। ১৭ কোটি মানুষের একমাত্র শুত্রু এই বিএনপি। ক্ষমতার জন্য তারা পারে না হেন কোনো অপকর্ম নেই। ক্ষমতায় যদি আসে এই দেশ-গণতন্ত্র-মুক্তিযুদ্ধ-স্বাধীনতার আদর্শ-ভোটের বাক্স গিলে খাবে। ক্ষমতায় আসতে পারলে তারা আবারো হাওয়া ভবন করবে। আবারো লুটপাট-দুর্নীতি করবে। বিএনপি ক্ষমতায় এলে এই দেশে বিদ্যুতের জায়গায় খাম্বা আসবে,' বলেন তিনি।

কয়েক দিন পরে বিদ্যুতের দুর্ভোগ আর থাকবে মন্তব্য করে কাদের বলেন, 'ইনশাল্লাহ, এই সমস্যার সমাধান হবে। জিনিসপত্রের দামও কমবে। বিএনপি যদি আজ ক্ষমতায় থাকত, তাহলে বাংলার মাটিতে আপনারা রক্তের বন্যা দেখতেন।'

শেখ হাসিনার কোনো ব্যক্তিগত লোভ নেই উল্লেখ করে তিনি বলেন, 'আওয়ামী লীগের লোকেরা পকেট ভর্তি করুক—শেখ হাসিনা এটা চান না। শেখ হাসিনা চান বাংলাদেশের জনগণের উন্নয়ন। জনগণের ভাগ্যের উন্নয়ন। দিন-রাত পরিশ্রম করেন।'

সংলাপ প্রসঙ্গে বিএনপি মহাসচিবের বক্তব্যের জের ধরে কাদের বলেন, '২ বার নাকি আমরা প্রতারণা করেছি; আমরা তো আপনাদের ডাকছি না, আসেন, আসেন! আবার সাধিলে খাইব, সেটা আমরা জানি।'

Comments