চট্টগ্রাম যুবদলের সমাবেশ: আউটার স্টেডিয়ামে বাতিল করে কাজির দেউড়িতে অনুমতি

‘জেলা প্রশাসনের আপত্তির কারণে আউটার স্টেডিয়ামে সমাবেশ বাতিল করা হয়েছে। তবে কাজীর দেউড়ি মোড়ে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’
কাজির দেউড়িতে যুবদলের সমাবেশের প্রস্তুতি চলছে। ছবি: রাজীব রায়হান/স্টার

চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে 'দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ'র অনুমতি বাতিল করেছে প্রশাসন। তবে, পাশেই কোতোয়ালি থানাধীন কাজীর দেউড়ি মোড়ে যুবদলকে এই সমাবেশের অনুমতি দিয়েছে নগর পুলিশ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় আউটার স্টেডিয়ামে সমাবেশের জন্য মঞ্চ তৈরি করার বাঁশ অপসারণ করে জেলা প্রশাসন।

এই মাঠটি শুধু খেলাধুলার জন্যই বরাদ্দ জানিয়ে সমাবেশের অনুমতি বাতিল করা হয় এবং নগর পুলিশের কাছে আপত্তি জানানো হয়৷

কাজির দেউড়িতে যুবদলের সমাবেশের প্রস্তুতি চলছে। ছবি: রাজীব রায়হান/স্টার

নগর দক্ষিণ জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নোবেল চাকমা দ্য ডেইলি স্টারকে বলেন, 'জেলা প্রশাসনের আপত্তির কারণে আউটার স্টেডিয়ামে সমাবেশ বাতিল করা হয়েছে। তবে কাজীর দেউড়ি মোড়ে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।'

আগামীকালের সমাবেশ উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে আজ আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, 'সরকার ঘরে ঘরে চাকরি দেবে বলে দেশের মানুষকে বলেছিল। কিন্তু, দলীয় লোকদের চাকরি দিতে গিয়ে দেশের মেধাকে ধ্বংস করে দিয়েছে এবং অধিকাংশ ভিন্নমতের মানুষকে চাকরিচ্যুত করেছে। বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়ার কারণে মানুষ ন্যায়বিচার পাচ্ছে না।'

তিনি আরও বলেন, 'শিক্ষাপ্রতিষ্ঠানকে সন্ত্রাসের আখড়ায় পরিণত করেছে আওয়ামী লীগ সরকার। কিছু দিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অস্ত্রের মহড়া দেখেছেন, কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি। শুধুমাত্র বিরোধী দলের নেতাকর্মীরা কথা বলার কারণে হামলা, মামলা, গ্রেপ্তার ও গুমের শিকার হচ্ছে।'

'আগামীকাল চট্টগ্রাম থেকে শুরু হবে ভোট ও ভাতের অধিকারের সংগ্রাম' উল্লেখ করে তিনি সমাবেশ সফল করতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান।

'তরুণ ভোটারদের অধিকার প্রতিষ্ঠা'সহ অন্যান্য দাবিতে আগামীকাল অনুষ্ঠেয় এই সমাবেশ আয়োজন করছে চট্টগ্রাম যুবদল।

যুবদল ও বিএনপি নেতাকর্মীরা আশা করছে, কয়েক হাজার নেতাকর্মী এই সমাবেশে উপস্থিত হবেন।

Comments