আ. লীগ ক্ষমতায় থাকলে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন সম্ভব না: মির্জা ফখরুল

বর্তমান সরকার ক্ষমতায় থাকলে ‘জনগণের ভোট হবে না’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মিডিয়া সেল প্রতিষ্ঠার এক বছর পূর্তি উপলক্ষে ঢাকায় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বর্তমান সরকার ক্ষমতায় থাকলে 'জনগণের ভোট হবে না' বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার বিকেলে বিএনপির মিডিয়া সেলের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকায় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই কথা বলেন।

তিনি বলেন, 'সরকার আবারও ওইভাবে নির্বাচন করার পায়তারা করছে। আমরা জনগণের পক্ষ থেকে শুধু এটুকু বলতে চাই, জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। আমরা দেখেছি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকেলে এটা সম্ভব না।'

'সেই কারণে বলেছি যে, আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই। যেন সেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারে এবং তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে।'

মির্জা ফখরুল বলেন, 'যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন, যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চান সেই সমস্ত রাজনৈতিক দলগুলো আজকে এক হয়েছি। আমরা যুগপত আন্দোলন করছি। গণতন্ত্র পুনরুদ্ধার করা আমাদের লক্ষ্য। গণতন্ত্র ফিরিয়ে এনে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। বিএনপিকে ক্ষমতায় নেওয়া কখনোই মুখ্য নয়। মুখ্য হচ্ছে, আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, যেটা ১৯৭১ সালে আমরা স্বপ্ন দেখেছিলাম।

তিনি বলেন, আমাদের মূলধারার গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। এদেশে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে ফেলা হয়েছে বিভিন্ন কৌশলে। তাই আজকে মিডিয়া সেলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা, বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, আইনজীবীসহ পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ডেনমার্কসহ কয়েকটি দেশের কুটনীতিকও অনুষ্ঠানে যোগ দেন।

জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুতফর রহমান, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অনুষ্ঠানে ছিলেন।

Comments

The Daily Star  | English

Army given magistracy power

The government last night gave magistracy power to commissioned army officers with immediate effect for 60 days in order to improve law and order.

7h ago