হিরো আলমের ওপর হামলা: ‘সরকার পদক্ষেপ নিয়েছে, অস্বস্তিকর পরিস্থিতির প্রশ্নই আসে না’

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হিরো আলমের ওপর হামলা নিন্দনীয় ও অগ্রহণযোগ্য, তবে তা সরকারকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেনি।

আজ বৃহস্পতিবার সেতু ভবনে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, সরকার এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছে তাই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ার প্রশ্নই আসে না।

গত সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে মারধরের অভিযোগ ওঠে ক্ষমতাসীন দলের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ নিন্দা জানায়।

ওবায়দুল কাদের ও ব্রিটিশ হাইকমিশনারের মধ্যে আজকের বৈঠকেও বিষয়টি উঠে আসে।

এ ঘটনা সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছে কি না জানতে চাইলে কাদের তা নাকচ করেন।

তিনি বলেন, সরকার পদক্ষেপ নিয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে যারাই এই ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুদ্ধারে বিএনপির দাবিকে অযৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, তাদের দাবিকে কোনো কূটনীতিক সমর্থন করছেন না।

Comments

The Daily Star  | English

Foreigner detained with over 8kg cocaine at Dhaka airport

The street value of the seized contraband is around Tk 130 crore

52m ago